বৈশ্বিক মানে ডায়নামিক সল্যুশন

প্রথম পাতা » ফিচার » বৈশ্বিক মানে ডায়নামিক সল্যুশন


ফাইল ছবি

সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবায় বৈশ্বিক মানের সক্ষমতার স্বীকৃতিস্বরূপ সিএমএমআই ম্যাচিউরিটি লেভেল-৩ অর্জন করেছে দেশি সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ডায়নামিক সল্যুশন ইনোভেটরস লিমিটেড (ডিএসআই)।

ইসাকা (আইএসএসিএ) অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সিএমএমআই ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সফটওয়্যার সেবাবিষয়ক সব প্রক্রিয়ার মূল্যায়নের পর স্বীকৃতি দেয়, যা বিশ্বব্যাপী ২০ বছরের বেশি সময় ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবায় বৈশ্বিক সক্ষমতার সর্বজনীন মানদণ্ড হিসেবে স্বীকৃত।

সিএমএমআই, অর্থাৎ ক্যাপাবিলিটি ম্যাচিউরিটি মডেল ইন্টিগ্রেশন লেভেল ও প্রতিষ্ঠানের সব কাজে সুস্পষ্ট রূপরেখার আলোকে ‘ডিফাইন্ড’ বা নির্ধারিতভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই করে। ডায়নামিক সল্যুশন ইনোভেটরস লিমিটেডের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিএমএমআই ইনস্টিটিউটের (সিএমএমআই ইনস্টিটিউট) পক্ষে ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড (ইউনিসার্ট) ডিএসআইকে সার্টিফিকেট হস্তান্তর করে। অনুষ্ঠানে ডিএসআই চেয়ারম্যান ও চিফ টেকনোলজি অফিসার মোজাহেদুল হক আবুল হাসানাত ও ডিরেক্টর অব টেকনোলজি মো. মুশরাফুল হক সনদ গ্রহণ করেন।

দেশের সফটওয়্যার সেবা খাতে ডিএসআইর দুই দশকের বেশি সময়ের পথচলায় দেশ-বিদেশে, বিশেষ করে নর্থ আমেরিকা, কানাডা, আফ্রিকা ও ইউরোপে দক্ষতায় সুনাম অর্জন করেছে। জটিল কর্মপ্রক্রিয়া বা বিজনেস প্রসেস অটোমেশনে বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী সল্যুশন ডেভেলপ করায় দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ডিএসআই কয়েক বছরে জাতীয় পর্যায়ে একাধিক সফটওয়্যার সল্যুশন ডেভেলপ করেছে; যা সারাদেশে ইমপ্লিমেন্ট করা হয়। পাবলিক সার্ভিস অটোমেশনে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।