রাজশাহীতে স্মার্ট বাংলাদেশ প্রদর্শনী

প্রথম পাতা » ফিচার » রাজশাহীতে স্মার্ট বাংলাদেশ প্রদর্শনী


ফাইল ছবি

বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার উদ্যোগে রাজশাহীর নবনির্মিত ও আধুনিক সুযোগ-সুবিধার বিপণিবিতান স্বপ্নচূড়া প্লাজার উদ্বোধন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্যের জাঁকজমকপূর্ণ প্রদর্শনী স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী।

‘তারুণ্য আর প্রযুক্তি’, ‘স্মার্ট রাজশাহীর শক্তি’, ‘তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ বার্তায় আয়োজিত প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তি খাতের ৭০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

প্রদর্শনীর বিষয়ে বক্তব্য দেন বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান ও প্রদর্শনীর আহ্বায়ক এ এফ কাশেমী সোহেল, বিসিএস রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, শাখার ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম মুসফিক-উস-সালেহীন ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম।

বক্তারা জানান, রাজশাহী সিটি করপোরেশনের পরিচালনায় কাদীরগঞ্জে অবস্থিত স্বপ্নচূড়া প্লাজায় আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বিপণিবিতানে মিলবে কেনাকাটার স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানসম্মত পণ্যের নিশ্চয়তা। স্বপ্নচূড়া প্লাজার তৃতীয় ও চতুর্থ তলায় থাকবে প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিপণনকেন্দ্র। প্রদর্শনীর আহ্বায়ক এ এফ কাশেমী সোহেল জানান, স্বপ্নচূড়া প্লাজার তৃতীয় ও চতুর্থ তলায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো অনুষ্ঠিত হবে। হালনাগাদ প্রযুক্তির সম্ভারে থাকছে ৭৫টি স্টল ও ৯টি প্যাভিলিয়ন। প্রযুক্তিপণ্য কিনলেই থাকবে উপহার আর মূল্যছাড়।

প্রবেশ টিকিটের ওপর লটারি অনুষ্ঠিত হবে। দর্শনার্থীর জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোন থাকবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ, বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, ঝিজিয়াং ইউনিভিউ টেকনোলজি কোম্পানি লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের কারিগরি পরিচালক আর্নল্ড লিউ, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা ও বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার রাজশাহীর স্মার্ট বাংলাদেশ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।