অ্যাস্ট্রোনট ক্যাম্প চট্টগ্রামে

প্রথম পাতা » ফিচার » অ্যাস্ট্রোনট ক্যাম্প চট্টগ্রামে


অ্যাস্ট্রোনট ক্যাম্প চট্টগ্রামে

শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞানে উৎসাহিত করতে ও মহাকাশবিষয়ক তথ্য জানানোর উদ্দেশ্যে ৪ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফোরাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্যোগে চট্টগ্রামে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাস্ট্রোনট ক্যাম্প।

জানা গেছে, দিনব্যাপী থাকছে অ্যাপোলো মিশন, মার্স রোভার, মুন রোভার নিয়ে স্পেস টক; সেই সঙ্গে থাকছে হাতে-কলমে মডেল রকেট তৈরি, স্পেসের আদলে রোবট তৈরি, ভিআর বেইস অ্যাস্ট্রোনট প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা। বিশেষ আয়োজনে থাকছে অ্যাস্ট্রোনট ফটো বুথ; যেখানে শিশু-কিশোররা অ্যাস্ট্রোনট ড্রেস পরে ছবি তুলতে পারবে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাস সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, সারাদেশে শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞানের বিষয়ে জানার আগ্রহ আছে। মহাকাশে কী ঘটছে, নভোচারীরা কীভাবে মহাকাশে ভেসে বেড়ায়, নভোচারীরা সেখানে কতদিন থাকে, স্পেস এক্সপ্লোরেশনে তাদের ভূমিকা কী– এমন অজানা প্রশ্নের উত্তর দিতেই এমন আয়োজন। মহাকাশবিষয়ক আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানার কৌতূহল বাড়বে। জানার পরিপ্রেক্ষিতে তাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও যা জরুরি ভূমিকা রাখবে।