স্বাধীন বাংলা বেতারের দুই শিল্পী ও সংগঠক চলে গেলেন
প্রথম পাতা » ফিচার » স্বাধীন বাংলা বেতারের দুই শিল্পী ও সংগঠক চলে গেলেন
বাংলার পৃথিবীঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কৃতি ব্যক্তিত্ব অনুষ্ঠান ব্যবস্থাপক ও উপস্থাপক আশফাকুর রহমান খান (৮১) এবং শব্দসৈনিক বুলবুল মহলানবীশ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শুক্রবার ভোরে গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শব্দসৈনিক বুলবুল মহলানবীশ।
অন্যদিকে সকালেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন অনুষ্ঠান ব্যবস্থাপক ও উপস্থাপক আশফাকুর রহমান খান। তিনি গত জানুয়ারি মাস থেকে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।