“দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড” পেলেন আমেরিকা প্রবাসী কবি নাঈম হাসান

প্রথম পাতা » সাহিত্য » “দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড” পেলেন আমেরিকা প্রবাসী কবি নাঈম হাসান


 নাঈম হাসান

সৃজনশীল লেখনীর  জন্য ICALDRC Linguistics Unit of Dhaka University নাঈম হাসানকে The International Creative Arts Award -2023 (আন্তর্জাতিক সৃজনকলা পুরষ্কার ২০২৩ ) প্রদান করেছে । ২রা ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত Discussion on “Impact of Language & Literature on Enriching Minds and Inspiring Lives & The International Creative Arts Award-2023 Giving Ceremony “. অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মো: আবু নঈম শেখ, কী নোট স্পীকার ছিলেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউ,এস,এ এর অধ্যাপক নেছার ইউ আহমেদ( Fulbright scholar, US Public Diplomacy), বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা প্রাপ্ত নাট্যশিল্পী ডলি জহুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড: একেএম শাহনেওয়াজ এবং The International Creative Arts Language & Development Research Centre ( ICALDRC) এর মহাসচিব অধ্যাপক লুৎফর রহমান জয়।
অনুষ্ঠানেটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: আসাদুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ICALDRC ভাষাতত্ব ইউনিট বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, সাহিত্য প্রকাশনা, পরিবেশনা শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জীবনঘনিষ্ঠ নন্দনশৈলীকে প্রত্যায়ন করে সৃজনশীলতার এই পদক ও সম্মাননা প্রদান করেছে।

তানজিনা ফেরদৌস নাঈম হাসানের পক্ষে পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন
নাঈম হাসান আমেরিকাতে অবস্থান করার কারণে তার পক্ষে ICALDRC এর বাঙ্গলাদেশি কর্মকর্তা তানজিনা ফেরদৌস পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন।
নাইম হাসান একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবি । জন্ম: ২৪ জুলাই ১৯৭৯ খিষ্টাব্দ । ছোটবেলা থেকেই ভীষণ কৌতূহলী স্বভাবের নাইম স্নাতকোত্তর শিক্ষা শেষে বিভিন্ন ধারার বই এবং প্রবন্ধ গবেষণায় মনোনিবেশ করেন । এছাড়াও চলচ্চিত্র নির্মাণেও তার গভীর আগ্রহ ও গবেষণা রয়েছে । শিক্ষাজীবন চলাকালীন সমাজকল্যাণমূলক বিবিধ কর্মকাণ্ডে জড়িত থাকার পর ২০১২ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান । বর্তমানে তিনি নিউইয়র্ক শহরে বসবাস করছেন । ‘নটরাজ’ তাঁর রচিত সৃজনশীল  গ্রন্থ হিসেবে এই স্বীকৃতি অর্জন করেছে।