নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এমপি নদভীর বিরুদ্ধে

প্রথম পাতা » ফিচার » নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এমপি নদভীর বিরুদ্ধে


 আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর

বাংলার-পৃথিবীঃ  চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সচিব বরাবরে সুপারিশসহ প্রতিবেদন পাঠিয়েছে চট্টগ্রাম-১৫ আসনের (সংসদীয় আসন ২৯২) নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) শাহনেওয়াজ মনির।

একইভাবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবকে সমর্থনকারী ১ শতাংশ ভোটারের নিরাপত্তা দিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে সংসদীয় আসন ২৯২-এর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

নির্বাচন কমিশনের সচিব বরাবরে পাঠানো প্রতিবেদন উল্লেখ করা হয়, গত ৩০ নভেম্বর সাতকানিয়ায় আব্দুল মোতালেবের বিরুদ্ধে স্লোগান দেওয়া, পোস্টারে ঝাড়ু দেওয়া এবং কুশপুত্তলিকা দাহ করেছেন নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ১০০-১৫০ কর্মী। আর সেই মিছিলে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপস্থিত না থাকলেও নেতৃত্বদানকারীদের একজনকে তার সঙ্গে ছবি দেখা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে— রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০০৮-এর ৬ (১)(ক), ১১(ক) ও ১৭(১) লঙ্ঘিত হয়েছে। সার্বিক বিবেচনায় ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিনকে জরিমানাসহ সতর্ক করা যেতে পারে।