মোদি-বাইডেন বৈঠক কত গুরুত্বপূর্ণ!!
প্রথম পাতা » অর্থ ও বানিজ্য » মোদি-বাইডেন বৈঠক কত গুরুত্বপূর্ণ!!ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরের উদ্দেশে আজ মঙ্গলবার ভারত ছেড়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সফরে মোদি যুক্তরাষ্ট্রে এমন এক বিরল সম্মান পেতে চলেছেন, যা তাকে প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব উইনস্টন চার্চিল বা নেলসন ম্যান্ডেলার সঙ্গে এক কাতারে বসিয়ে দেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ জুন দুপুরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দ্বিতীয়বারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদির। এ গৌরব চার্চিল, ম্যান্ডেলা বা হাল আমলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়া আর কেউই পাননি।
শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি ড: জিল বাইডেনের আমন্ত্রণে মোদির এই সফরে তাকে একাধিকবার হোয়াইট হাউসে আপ্যায়িত করা হবে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দিয়েছেন মোদি
মোদির সম্মানে বাইডেন দম্পতি শুধু বিশেষ নৈশভোজই দিচ্ছেন না, প্রেসিডেন্ট তার সঙ্গে একান্তে ও প্রতিনিধিপর্যায়ে একাধিকবার বৈঠকেও বসবেন। দিল্লি ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সফরকে ভারত একটি ‘মাইলস্টোন মোমেন্ট’ বলে বর্ণনা করছে।
আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ও এই আসন্ন সফরের পটভূমিতে লিখেছে, ভারত যদিও পশ্চিমাদের পছন্দ করে না, আমেরিকার কাছে আজ তারা অপরিহার্য। আর এই সফরে তারই প্রতিফলন ঘটতে চলেছে।
এ ছাড়া দ্য ওয়াশিংটন পোস্টও মন্তব্য করেছে, চীনের বিরুদ্ধে একটি ‘প্রতিরোধ’ (বুলওয়ার্ক) গড়ে তোলার জন্য ভারতকে আমেরিকার আজ যে জরুরি প্রয়োজন – ততটা আগে কখনোই ছিল না।