মিঠুন চক্রবর্তীর ঝড় তোলা ৫ সংলাপ

প্রথম পাতা » বিনোদন » মিঠুন চক্রবর্তীর ঝড় তোলা ৫ সংলাপ


মিঠুন চক্রবর্তী

বাংলার পৃথিবীঃ   তুমুল জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী শুধু দুই বাংলাতেই নয়, বলিউডেও সুপার-ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। বিনোদন ভুবনে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে।

দুই বাংলার জনপ্রিয় এ অভিনেতা আজ ৭৩ বছরে পা দিয়েছেন। ভারতের বাণিজ্যিক ধারার সিনেমাকে তিনি যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তা নতুন করে বলে দিতে হয় না।

মিঠুনের সিনেমা মানেই তীক্ষ্ণ সব সংলাপ। যা শুনেই এক সময়ে প্রেক্ষাগৃহে হাততালির বন্যা বয়ে যেত। এবারের জন্মদিনে অভিনেতার সেই আলোড়ন তোলা সংলাপ থেকে ৫টি সংলাপ জানা যাক-

২০০৬ সালে স্বপন সাহা পরিচালিত ‘এমএলএ ফাটাকেষ্ট’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর অনেকটা সময় পেরিয়েছে। কিন্তু আজও মিঠুনের মুখে ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ দর্শকের মুখে মুখে ফেরে।

মিঠুন যে কয়টি বাণিজ্যিক বাংলা ছবি করেছেন, সেগুলোর মধ্যে ‘অভিমন্যু’ অন্যতম। এ সিনেমাতেই এক দৃশ্যে মিঠুন বলে উঠেছিলেন, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাতগোখরো, এক ছোবলেই ছবি’।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল অনুপ সেনগুপ্ত পরিচালিত ‘মহাগুরু’। মিঠুনের মুখে ‘নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু’ আজও মনে রেখেছেন দর্শক।

‘পাবলিকের মার কেওড়াতলা পার’- এই সংলাপ কমবেশি সবারই জানা। এটি মিঠুনের ‘তুলকালাম’ সিনেমার সংলাপ। ‘ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে’, ‘ফাটাকেষ্ট’ সিনেমার এই সংলাপ কমবেশি সবারই জানা।