অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চান ব্রিটিশ হাইকমিশনার : সিইসি

প্রথম পাতা » জাতীয় » অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চান ব্রিটিশ হাইকমিশনার : সিইসি


---
 বাংলার-পৃথিবীঃ   প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন তিনি বাংলাদেশে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু চান।

রোববার ২৭ আগস্ট ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এর সাথে আলোচনা শেষে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সাথে আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় ছিল, নির্বাচনকালীন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নির্বাচনে দায়িত্ব পালন।

তিনি আরও বলেন, যৌক্তিক কারণেই সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এই বিষয়ে সবার কথাবার্তা শোনা হচ্ছে। নির্বাচন কমিশন এই বিষয়ে আলোচনা করছে। এই সিদ্ধান্ত আমরা পরিবর্তন করব।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে, যাতে বাংলাদেশের নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।