বাতের ব্যথায় ভুগছেন? কী করবেন সুস্থ থাকতে

প্রথম পাতা » ফিচার » বাতের ব্যথায় ভুগছেন? কী করবেন সুস্থ থাকতে


ফাইল ছবি

প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ বাতের ব্যথায় ভোগেন। তবে আমাদের মধ্যে বাতের ব্যথা নিয়ে কিছু ভুল ধারণা আছে। অনেকে শরীরের যে কোনো জয়েন্ট বা মাংসপেশিতে ব্যথা হলেই সেটিকে বাতের ব্যথা বলে মনে করেন। শুধু তাই নয়, এর জন্য ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ এনে তা সেবন করেন। যখন ব্যথানাশক ওষুধ সেবন করেন, তখন ব্যথা কম থাকে; আবার যখন ওষুধের কার্যকারিতা শেষ হয়, তখন পুনরায় ব্যথা অনুভূত হয়।

এভাবে অনেকে দিনের পর দিন ব্যথানাশক ওষুধ সেবন করে চলেছেন। এখানেই শেষ নয়; অনেকের ক্ষেত্রে দেখা যায়, চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করছেন। এতে অনেকে কিডনি, লিভার ও হরমোনজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন, এমনকি কিডনি ফেইলর বা লিভার ফেইলরের মতো ভয়াবহ ঘটনাও ঘটছে। আবার অনেকে সঠিক চিকিৎসা না পেয়ে ক্রমান্বয়ে পঙ্গুত্ববরণ করছেন।
ব্যথা বাত রোগের একটি অন্যতম উপসর্গ। ব্যথার চিকিৎসা করাতে হলে এর কারণ নির্ণয় করা প্রয়োজন। সে জন্য ব্যথার নানা ধরন সম্পর্কে ধারণা থাকা দরকার।
সুস্থ থাকতে কী করবেন

যে কোনো ব্যথা-বেদনাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং ব্যথার কারণ নির্ণয় করতে হবে। অনেক কারণে এ ধরনের ব্যথা হতে পারে। তাই চিকিৎসক রোগের বর্ণনা, ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা দিয়ে থাকেন। একই ধরনের উপসর্গ থাকলেও রোগ ভিন্ন হতে পারে, যেমন– রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ইত্যাদি রোগের উপসর্গ কাছাকাছি, কিন্তু চিকিৎসা ভিন্ন। অনেক ক্ষেত্রে রেফার্ড পেইনও হতে পারে। যেমন– কিছু ক্ষেত্রে রোগীর সমস্যা ঘাড়ে, কিন্তু রোগী অসুবিধা বোধ করছেন হাতে। তেমনি কিছু ক্ষেত্রে রোগীর সমস্যা কোমরে, কিন্তু রোগী অসুবিধা বোধ করছেন পায়ে। তাই রোগ নির্ণয় করা খুবই জরুরি। সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা নিলে রোগী দ্রুত আরোগ্য লাভ করেন এবং অনেক ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ ছাড়াও আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ব্যথা ভালো হয়ে যায়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। নিজেকে ভালোবাসুন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সুস্থ ও সুন্দর জীবনযাপন করুন।
লেখক : বাত ব্যথা ও প্যারালাইসিস রোগে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ।