ছয় মাস ফ্রি ইন্টারনেট স্মার্টফোনে

প্রথম পাতা » ফিচার » ছয় মাস ফ্রি ইন্টারনেট স্মার্টফোনে


ফাইল ছবি

ডিজিটাল সেবাদাতা বাংলালিংক সবার জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ফোরজি ও ফাইভজি স্মার্টফোন ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
উদ্যোগের আওতায় গ্রাহকদের বাজেট ও পছন্দ অনুযায়ী স্মার্টফোন অফার ঘোষণা করেছে।

ছয় মাসের ফ্রি ইন্টারনেট সুবিধা, একশ টাকার বেশি মূল্যের ইন্টারনেট প্যাকেজে বোনাস, টফি সাবস্ক্রিপশন ছাড়াও ইসলামিক সেবা, বাংলাফ্লিক্স ও ক্যাফে আড্ডার মতো উদ্ভাবনী সব সেবায় থাকছে পরীক্ষামূলক সুবিধা। আগ্রহীরা (*১২১*৭০১#) ডায়াল করে ফ্রি অফারটি উপভোগ করতে পারবেন।

প্রতিটি স্মার্টফোনের সঙ্গে গ্রাহকরা ওকলা স্পিডটেস্ট স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ফোরজি নেটওয়ার্ক ও ছয় মাস মেয়াদি ৯ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। স্মার্টফোন কেনার প্রথম মাসে ৪ জিবি ইন্টারনেট ও পরের পাঁচ মাস প্রতি মাসে সাত দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট মিলবে ফ্রি।

মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর (বাংলালিংক) মেহেদী আল আমিন বলেন, দ্রুতগতির ফোরজি ইন্টারনেট সেবাদাতা হিসেবে গ্রাহকদের সেরা মানের ডিজিটাল সেবা উপহার দেওয়াই লক্ষ্য। অবিচ্ছেদ্য সংযোগ ও নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবাদানে স্মার্টফোনে অফার দেওয়া আনন্দের। গ্রাহকদের স্মার্টফোন ব্যবহার বাড়াতে সরাসরি ভূমিকা পালন করার সঙ্গে সাধারণ জনগণকে আধুনিক ডিজিটাল জীবনধারায় যুক্ত করতে অফার সহায়ক হয়। বাংলালিংক সব সময় ডিজিটাল ইকোসিস্টেমে সেবার বিস্তৃতি বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।

বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার ও শাওমি, স্যামসাং, ভিভো, আইটেল, ইনফিনিক্স, রিয়েলমি ও অপো ব্র্যান্ডের মতো বড় স্মার্টফোন ব্র্যান্ডের শোরুম থেকে অফারে কেনা যাবে স্মার্টফোন।