ফুডপ্যান্ডা ইফতার বাজার বনানী ও ধানমন্ডিতে

প্রথম পাতা » ফিচার » ফুডপ্যান্ডা ইফতার বাজার বনানী ও ধানমন্ডিতে


বনানী ও ধানমন্ডিতে ফুডপ্যান্ডা ‘গ্র্যান্ড ইফতার বাজার’ উদ্বোধন

রাজধানীর দুটি এলাকায় ‘গ্র্যান্ড ইফতার বাজার’ আয়োজন করেছে ফুডপ্যান্ডা। ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও জুবায়ের বি এ সিদ্দিকী বনানীর সোয়াট ফিল্ডে ইফতার বাজার উদ্বোধন করেন।

বিখ্যাত ও ঐতিহ্যবাহী সব রেস্তোরাঁর অংশগ্রহণে ‘গ্র্যান্ড ইফতার বাজার’ আয়োজন করেছে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। রাজধানীর বনানী ও ধানমন্ডিতে বসেছে এ ইফতার বাজার। দ্বিতীয়বারের মতো এমন আয়োজন রমজান মাসজুড়েই এ দুটি স্থান ও তার পার্শ্ববর্তী এলাকার গ্রাহকেরা ফুডপ্যান্ডা অ্যাপ ব্যবহারে খাবার অর্ডার করতে পারবেন।

মাহে রমজানের প্রথম দিন থেকেই বনানীর সোয়াট ফিল্ড ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে শুরু হওয়া আয়োজন থাকবে মাসজুড়েই। ফুডপ্যান্ডার ইফতার আয়োজনে সহযোগী হিসেবে থাকছে সিটি ব্যাংক, অ্যামেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, খাবারই উদযাপনের অনুষঙ্গ। প্রতিটি উৎসব খাবারের মাধ্যমে আরও স্মরণীয় হয়। গ্র্যান্ড ইফতার বাজার আয়োজনের মাধ্যমে ইফতার কেনার অভিজ্ঞতা সহজ ও উপভোগ্য করতে চাই। পুরান ঢাকা ও নতুন ঢাকার ঐতিহ্যবাহী খাবার কেনার সুযোগ তৈরির মাধ্যমে বৈচিত্র্যতা আনার চেষ্টা করেছি। বনানী ও ধানমন্ডিতে গ্রাহকদের জন্য সুবিধা আনা ও জায়গা দুটিকে উৎসব কেন্দ্রে রূপান্তরে আমরা উচ্ছ্বসিত।

ফুডপ্যান্ডা অ্যাপ ব্যবহারে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব রেস্তোরাঁর ইফতার সামগ্রীর সঙ্গে দেশের জনপ্রিয় সব রেস্তোরাঁর খাবার কেনার সুযোগ পাবেন। ভেন্যু থেকে সরাসরি ফুডপ্যান্ডার পিকআপ অপশন ব্যবহার করে খাবার কেনার সঙ্গে ঘরে বসে ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অর্ডার ডেলিভারি নিতে পারবেন ভক্তরা। যেসব গ্রাহক ভেন্যুতে গিয়ে সরাসরি খাবার কিনতে চান; কিন্তু ফোনে ফুডপ্যান্ডা অ্যাপ ইনস্টল নেই, তাদের জন্য ভেন্যুতে থাকবে স্বেচ্ছাসেবীরা। যারা ভেন্যু থেকেই ফুডপ্যান্ডা অ্যাপ ইনস্টল ও খাবার অর্ডারে গ্রাহকদের সহযোগিতা করবেন।

ইফতার উৎসবে মিলবে টাটকা হালিম, জিবে জল আনা নিহারি, স্পেশাল ফালুদা, বিরিয়ানি বা ঘিয়ে ভাজা মচমচে জিলাপির মতো রোজার জনপ্রিয় খাবার। প্রতিদিনের ইফতার আয়োজন দুপুর ২টা থেকেই ফুডপ্যান্ডা অ্যাপে লাইভ হবে।

বিশেষ ইফতার আয়োজনে মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড স্যুপ, ভাগ্যকুল কাচ্চি ঘর, বিউটি লাচ্চি অ্যান্ড ফালুদা, ডিসেন্ট পেস্ট্রি শপ, বার-বি-কিউ টুনাইট, নিহারিওয়ালা, ডেকচি, স্ট্রিট ওভেন, শর্মা হাউজ, তার্কা, ট্রাই স্টেট ইটারি, হাউজ অব তেহারি ও ইফতারওয়ালার মতো জনপ্রিয় সব রেস্তোরাঁ অংশ নেবে।