স্কাইটেক আলিবাবা ব্যবসায়

প্রথম পাতা » ফিচার » স্কাইটেক আলিবাবা ব্যবসায়


স্কাইটেক আলিবাবা ব্যবসায়

ই-কমার্স বিজনেস জায়ান্ট আলিবাবা চ্যানেল ব্যবহার করে দেশীয় ম্যানুফ্যাকচারার ও উদ্যোক্তাদের পণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে ক্রস বর্ডার ই-কমার্স বিজনেস ও রপ্তানিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘ট্রেডিং বিয়ন্ড বর্ডার’ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলিবাবা বাংলাদেশ চ্যানেল পার্টনার স্কাইটেক সল্যুশন্স ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) যৌথ উদ্যোগে কর্মশালার আয়োজন করে। সারাদেশের ২৫০ জন ই-কমার্স উদ্যোক্তা ও ম্যানুফ্যাকচারার এতে অংশগ্রহণ করেন।

ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান দেশি ই-কমার্স উদ্যোক্তাদের সব পণ্য দেশের বাইরে রপ্তানি করে রেমিট্যান্স আনার সুযোগ ও ক্রস বর্ডার ই-কমার্স পলিসি বিষয়ে আলোচনা করেন।
আলিবাবা বিজনেস ম্যানেজার (বাংলাদেশ) নাসরি মা তাঁর বক্তব্যে টিমল, তাওবাও, আলিপে— সব প্ল্যাটফর্ম নিয়ে কথা বলেন। আলিবাবার মাধ্যমে বিজনেস টু বিজনেসের (বিটুবি) ফলে ব্যবসা প্রসারের সম্ভাব্য সুযোগ নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন তিনি।

বাংলাদেশে আলিবাবা অথরাইজড চ্যানেল পার্টনার স্কাইটেক সল্যুশন্সের সিইও মুসনাদ ই আহমদ বলেন, আলিবাবার মাধ্যমে পণ্য রপ্তানির জন্য তাৎক্ষণিক সব সেবা, যেমন– অ্যাকাউন্ট খোলা, কোম্পানি নিবন্ধন, পেমেন্ট সিস্টেম, স্টোর ম্যানেজমেন্ট ও মার্কেটিংয়ের সব সাপোর্ট দিয়ে থাকে স্কাইটেক। আলিবাবার মাধ্যমে নিজেদের পণ্য রপ্তানিতে আগ্রহীদের নিয়ে ধারাবাহিক কর্মশালাসহ ওয়ান টু ওয়ান সেশন আয়োজন করা হবে। আলিবাবার মাধ্যমে বিজনেস শুরুর প্রক্রিয়া আলোচনা করেন ফয়সাল দোলন। আলিবাবার সদস্য সুবিধা, অ্যাকাউন্ট বা স্টোর খোলার পদ্ধতি, স্টোর ফ্রন্ট তৈরি, পণ্য আপলোড পদ্ধতি, স্টোর ম্যানেজ, বায়ার খুঁজে পাওয়া ছাড়াও অর্ডার পাওয়ার কৌশল নিয়ে উদ্যোক্তাদের অবহিত করেন ফয়সাল দোলন।