প্রতি সেকেন্ডে আড়াইহাজার টাকা পাবেন এমবাপ্পে!

প্রথম পাতা » খেলা » প্রতি সেকেন্ডে আড়াইহাজার টাকা পাবেন এমবাপ্পে!


এমবাপ্পে
 বাংলার পৃথিবী ডেস্কঃ  তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে যেন টাকার বস্তা নিয়ে নেমেছে সৌদি আরবের ক্লাবগুলো। এরই মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তের মতো তারকারা চলে গেছেন সৌদি ক্লাবে। আরও অনেককে দলে ভেড়ানোর চেষ্টা করছে সৌদি ক্লাবগুলো। তারই একজন হলেন কিলিয়ান এমবাপ্পে। সৌদি লিগে খেললে ফরাসি এই তারকা ফুটবলার প্রতি সেকেন্ডে আড়াই হাজারেরও বেশি টাকা পাবেন।

লিওনেল মেসিকে না নিতে পারায় আল হিলাল এখন চেষ্টা করছে তাঁর (মেসি) সাবেক ক্লাব পিএসজির সতীর্থদের দলে ভেড়াতে। নেইমার, এমবাপ্পের দিকে হাত বাড়িয়েছে সৌদি ক্লাবটি। এমবাপ্পেকে আল হিলালের ৩০ কোটি ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬২৭ কোটি ৪৭ লাখ টাকা) প্রস্তাব দেওয়ার কথা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মাধ্যমে গতকাল জানিয়েছিল বিবিসি। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এমবাপ্পেকে নিতে এরই মধ্যে পিএসজির কাছে ৩০ কোটি ইউরোর প্রস্তাব জমা দিয়েছে। এরপর ইউরোপীয় সংবাদমাধ্যমে চাউর হয়, সংখ্যাটা আরও বড়। আল হিলাল ফরাসি তারকা ফুটবলারকে বছরে ৭০ কোটি ইউরোর (৮৪৩০ কোটি ১৫ লাখ টাকা) প্রস্তাব দিয়েছে। যদি এই মোটা অঙ্কের টাকার প্রস্তাব সত্য হয় এবং এমবাপ্পে সেই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে মাসে ৭০২ কোটি ৪৭ লাখ টাকা পাবেন। সপ্তাহে পাবেন ১৬০ কোটি ১৭ লাখ টাকা ও দিনে তা ২২ কোটি ৮৮ লাখ টাকা। সংখ্যাটাকে আরেকটু ভাঙা হলে প্রতি ঘণ্টায় ৯৬ লাখ ২২ হাজার, মিনিটে ১ লাখ ৬০ হাজার এবং ২ হাজার ৬৪৯ টাকা পাবেন প্রতি সেকেন্ডে।

পিএসজির সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি আছে এমবাপ্পের। তবে সাম্প্রতিক সময়ে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে ২৪ বছর বয়সী তারকার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। পার্ক দে প্রিন্সেস ছাড়তে চাইছেন এমবাপ্পে। চুক্তির আরও এক বছর বাকি থাকলেও তিনি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, আগামী বছরের পর তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। এমনটা হলে ২০২৪ সালে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তার জন্য পিএসজি চায় এই মৌসুমে ফরাসি অধিনায়ককে বিক্রি করে অন্তত কিছু টাকা কামিয়ে নিতে। দুই পক্ষের এমন মনোমালিন্যের জেরে এমবাপ্পে পরের মৌসুমে প্যারিসে থাকবেন কি না সেটিই নিয়েই জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনকি পিএসজির প্রাক্‌মৌসুম এশিয়া সফরের দল থেকেও বাদ পড়েছেন এমবাপ্পে।

এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ডেরও চাওয়া লস ব্লাঙ্কোসদের জার্সি পরে খেলার। এই স্বপ্ন অবশ্য তাঁর ছোটবেলা থেকে। তবে ২৪ বছর বয়সী তারকা এখন পড়েছেন বিশাল সংকটে। একদিকে তাঁকে ফ্রি এজেন্ট হওয়ার আগেই লাভের আশায় বিক্রি করে দিতে চাইছে পিএসজি। আরেকদিকে রিয়ালের মতিগতি বুঝিয়ে দিচ্ছে, তারা ফ্রি এজেন্ট হিসেবে এমবাপ্পেকে দলে ভেড়াবে। গত দুই-তিন মৌসুম স্প্যানিশ জায়ান্টরা যেভাবে এমবাপ্পেকে চেয়েছিল, এবার যেন সেই চাওয়ায় ভাটা পড়েছে।