সরাইলে নানা আয়োজনে আন্তজার্তিক নারী দিবস পালিত ॥

প্রথম পাতা » ফিচার » সরাইলে নানা আয়োজনে আন্তজার্তিক নারী দিবস পালিত ॥


সরাইলে নানা আয়োজনে আন্তজার্তিক নারী দিবস পালিত

বাংলার-পৃথিবীঃ  সরাইলে নানা আয়োজনে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভাইয়ারমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন (ইপা) উদ্যোগে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার ৮ মার্চ সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভাইয়ারমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন (ইপা)র চেয়ারম্যান ও সমাজ সেবিকা বীরমুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মেহেরুন নিছা মেহরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল আলম ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, ইকবাল হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের আব্দুর জব্বার, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের আসমা বেগম।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সমাজ সেবীকা মেহেরুন নিছা মেহরীনের শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে নারী নেত্রীরা আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন এনজিও ও এনভাইয়ারমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন (ইপা) চেয়ারম্যান ও সমাজ সেবীকা মেহেরুন নিছা মেহরীনকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করেন। এরআগে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এবারে নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। অনুষ্ঠানে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন এনজিও ও এনভাইয়ারমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন (ইপা) পক্ষ ব্যাইজ ও ক্যাপ প্রদান করা হয়। অনুষ্ঠানে শেষে মধ্যন্ন ভোজের আয়োজন করেন আয়োজকরা।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এসকে ইউসুফ, সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোঃ মাসুদ মিয়া, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সরাইল প্রতিনিধি জহিরুল ইসলাম রিপন, দৈনিক জনতার সরাইল প্রতিনিধি মোঃ রাকিব উদ্দিন রকিব, সাংবাদিক মোঃ রিমন মিয়া, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, কালীগচ্ছ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাসিমা বেগম, জায়েদা বেগম, শাহবাজপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শেখ শাহিদ মেম্বার, দেওয়ান মাসুদ, দেওয়ান কাওছার, কালন মিয়া, সরাইল উপজেলা বিশিষ্ট ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মোহাম্মদ শাহগীর মৃধা ও মোঃ শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে সমাজ সেবীকা মেহেরুন নিছা মেহরীন বলেন, একটা সময় নারী পিছিয়ে ছিল। কিন্তু এখন নারীরা সমাজের সকল স্থরেই এগিয়ে যাচ্ছে এবং সমাজে পুরুষের পাশাপাশি সকল স্থরের দেশের উন্নয়নে ভূমিকা পালন করছে নারীরা। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের শিক্ষা, রাজণৈতিক, সেনাবাহীনিসহ বিভিন্ন বাহীনিতে, ব্যবসায়ীকসহ প্রতিটি সেক্টরে সেক্টরে নারীদের এগিয়ে নিয়েছেন। নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর ভূমিকার জন্য এখন বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুল মডেল।

প্রধাণ অতিথি রফিক উদ্দিন ঠাকুর বলেন, নারীদের এগিয়ে নেয়ার জন্য কাজ করছে মেহেরুন নিছা মেহরীন। তাই মেহেরুন নিছা মেহরীনদের হাত ধরেই নারীরা এগিয়ে আসবে। সমাজের পিছিয়ে পড়াদের এগিয়ে নিতে মেহেরুন নিছা মেহরীন উদ্যোগকে স্বাগত জানাই।