বিশ্বমানের ডেটা সেন্টার সাইফার উদ্বোধন
প্রথম পাতা » ফিচার » বিশ্বমানের ডেটা সেন্টার সাইফার উদ্বোধনদেশের প্রথম সার্টিফায়েড টিয়ার ফোর কমার্শিয়াল কো-লোকেশন ডেটা সেন্টার ‘সাইফার’ যাত্রা শুরু করেছে। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেক আনুষ্ঠানিকভাবে ডেটা সেন্টারটি উদ্বোধন করেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠানিকভাবে ‘সাইফার’ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি, রবি ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাজীব শেঠি, অ্যাকজেনটেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসেন নোবেল, রবি চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম ও যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ।
সাইফার অ্যাডভান্সড কুলিং প্রযুক্তি প্রতিকূল পরিস্থিতিতে ডেটা সেন্টারকে সক্ষম ও সক্রিয় রাখে। ডিজিটাল অবকাঠামোর মান নিরূপণে বিশ্বে স্বীকৃত সংস্থা আপটাইম ইনস্টিটিউট সাইফারকে দিয়েছে টিয়ার ফোর সনদ।
প্রতিমন্ত্রী পলক বলেন, অ্যাকজেনটেক ও রবির এমন উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য। গর্বের সঙ্গে বহির্বিশ্বকে বলতে পারি, বাংলাদেশও এখন বিশ্বমানের ডেটা সেন্টার সেবা দিতে প্রস্তুত। অন্যরাও এ পথ অনুসরণ করে দেশের ডিজিটাল অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
রবি ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাজীব শেঠি বলেন, সাইফার হবে বাংলাদেশের স্মার্ট উন্নয়নে এগিয়ে যাওয়ার দারুণ পদক্ষেপ। রবির সহযোগিতায় অ্যাকজেনটেক পিএলসি দেশকে ডিজিটাল সম্ভাবনার দিকে এগিয়ে নিতে প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে পুরোপুরি প্রস্তুত।
অ্যাকজেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাইফার বড় মাইলফলক। বড় পরিসরে ডেটা সেন্টারের অভিজ্ঞতাকে পুঁজি করে দেশের কারিগরি উৎকর্ষের জন্য স্মার্ট তথ্য ব্যবস্থাপনায় সাইফার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, অ্যাকজেনটেক উদ্ভাবিত ডেটা সেন্টার সাইফার দেশের প্রযুক্তিগত মানোন্নয়নের সঙ্গে উদ্ভাবনে স্মার্ট অগ্রযাত্রায় বিশেষ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। দেশের প্রিমিয়ার ডেটা সেন্টার হিসেবে নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও কার্যকর আস্থায় নিশ্চয়তার প্রতীক হবে সাইফার।