হ্যাকার চক্রের গবেষণায় পাসওয়ার্ড

প্রথম পাতা » ফিচার » হ্যাকার চক্রের গবেষণায় পাসওয়ার্ড


হ্যাকার চক্রের গবেষণায় পাসওয়ার্ড

সারাবিশ্বে মানুষ কী আর কেমন পাসওয়ার্ড ব্যবহার করছে, তা নিয়ে হ্যাকার চক্র সারাক্ষণ গবেষণা করে। দুর্বল পাসওয়ার্ড ক্র্যাক করতে হ্যাকারদের খুব বেশি সময় লাগে না।

নিরাপত্তা রিপোর্ট এমন তথ্যই প্রকাশ করেছে বেশ কিছু সংস্থা। চাইলেই পাসওয়ার্ডকে কঠিন আর দুর্ভেদ্য করা সম্ভব। কীভাবে নিজের পাসওয়ার্ড আরও শক্তিশালী করবেন, তা নিয়ে কিছুটা পরামর্শ নিতে পারেন।

শক্ত পাসওয়ার্ড তৈরি করতে আগেই শুধু নম্বর বা অক্ষরভিত্তিক ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নম্বর আর অক্ষর দুয়ে মিল তৈরি পাসওয়ার্ড ভেদ করা কিছুটা জটিল হয়। দুর্বল পাসওয়ার্ড হ্যাকাররা মুহূর্তেই ভেঙে ফেলে।

কিন্তু পাসওয়ার্ড কঠিন হলে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টাতেও তা ভেঙে ফেলা যায় না। শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য কয়েকটি পরামর্শ জেনে নিতে পারেন। মূলত যে অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করছেন, তার নিয়ম যদি ন্যূনতম আট ক্যারেক্টার হয়, তাহলে সেটি মেনে ছোট হাতের সঙ্গে বড় হাতের অক্ষর, সংখ্যা আর স্পেশাল ক্যারেক্টারের মিশ্রণে পাসওয়ার্ড তৈরি করাই শ্রেয়।




আর্কাইভ