বাংলার পৃথিবী ডেস্কঃ যুক্তরাষ্ট্রে মারাত্মক হারে বাড়ছে তাপমাত্রা। শনিবার ফিনিক্স এবং অ্যারিজোনায় সর্বকালের সর্বোচ্চ ৪৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আগামী সপ্তাহে বিপজ্জনক হারে আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে উষ্ণতম স্থানে তাপমাত্রা ৫৪ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছতে পারে।বর্তমানে দেশটির ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের প্রায় ১১ কোটি ৩০ লাখ মানুষ তাপমাত্রা সংক্রান্ত পরামর্শের অধীনে রয়েছে।ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, স্থানীয় রোববার সান জোয়াকিন উপত্যকা, মোজাভে মরুভূমি এবং গ্রেট বেসিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি’র তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে তাপমাত্রা সম্পর্কিত কারণে প্রতি বছর অন্তত সাতশ’ মানুষ মারা যায়