প্রথমবার এআই ঘরানার ওয়েবসাইট মেকার জেন-ওয়েব-বিল্ডার ঘোষণা করেছে দেশি প্রতিষ্ঠান কনটেসা এক্সাইট এআই লিমিটেড। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বেসিস অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বক্তারা জানান, একঝাঁক দেশি মেধাবী প্রকৌশলীর তৈরি ওয়েবসাইট মেকার দিয়ে মাত্র তিন মিনিটেই প্রফেশনাল ওয়েবসাইট তৈরি সম্ভব। নকশা, স্কেচ বা ইউআরএল থেকেও অল্প সময়ে ওয়েবসাইট তৈরি করে দিতে সক্ষম ওয়েব মেকার।
যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেননি, তারাও কম সময়ে ওয়েব মেকার দিয়ে ওয়াবসাইট তৈরি করতে পারবেন। যথাযথ প্রশিক্ষণ নিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারবেন।
নতুন উদ্যোগের মাধ্যমে ফ্রিল্যান্সারদের জন্য নতুন দুয়ার উন্মোচিত হলো। দীর্ঘদিন যারা শুধু ওয়েবসাইটের জন্য নিজের ব্যবসাকে বড় বা আন্তর্জাতিক মানের করতে পারছিলেন না বা বৈশ্বিক অঙ্গনে পরিচিত করতে পারছিলেন না, তাদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ, এক্সাইট এআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আল-মামুন হৃদয়, কনটেসা সলিউশন ও কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান বক্তব্য দেন।