বাংলার-পৃথিবীঃ প্রথম ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র। প্রথমার্ধের শেষে পূর্ণ করেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোও নাম লেখান গোলদাতার তালিকায়। দুই ব্রাজিলিয়ানেই বার্সেলোনাকে কুপোকাত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ।
সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার হয়ে ব্যবধান কমানো গোল করেন রবার্ট লেভানডোভস্কি। এই টুর্নামেন্টে এটি রিয়ালের ১৩তম শিরোপা। বার্সা ১৪ শিরোপা নিয়ে সবার উপরে।