শহরের নিচু পয়েন্ট দিয়ে ঢুকছে সুরমার পানি

প্রথম পাতা » অর্থ ও বানিজ্য » শহরের নিচু পয়েন্ট দিয়ে ঢুকছে সুরমার পানি


শহরের নিচু পয়েন্ট দিয়ে ঢুকছে সুরমার পানি

ডেস্ক রিপোর্টঃ   সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পাড়ের অপেক্ষাকৃত নিচু সড়ক ডুবে গেছে। শহরের কাজীরপয়েন্ট দিয়ে পানি ঢুকছে শহরের নিচু এলাকায়। জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরের বেশ কিছু এলাকায়। এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুযায়ী বৃষ্টি হয়েছে ৩৩২ মিলিমিটার। সীমান্তের ওপারের মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ায় পাহাড়ী ঢলও অব্যাহত রয়েছে। এ কারণে পানি বাড়ছে নদ-নদীতে।

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের নিচু এলাকা নিমজ্জিত হয়েছে। এই সড়কের ডুবন্ত অংশে গাড়ির বদলে নৌকা চলছে। সুনামগঞ্জে ও দিরাই পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার আট ও ১৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক পয়েন্টে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ ৩৩২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানে অর্থাৎ মেঘালয় চেরাপুঞ্জিতেও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীর পানি বেড়েছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ