সংসদ নির্বাচনে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ আনা হয়েছে সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

প্রথম পাতা » সারাদেশ » সংসদ নির্বাচনে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ আনা হয়েছে সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে


ফাইল ছবি
সংসদ নির্বাচনে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ আনা হয়েছে সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আহমদ আল কবিরের বিরুদ্ধে। সিলেট-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দিদার হোসাইন প্রাপ্ত অভিযোগের বিষয়ে প্রার্থী আহমদ আল কবির ও তার ছোট ভাই ডক্টর ওয়ালী এর নিকট অভিযোগের বিষয়ে ব্যখ্যা তলব করেন। আদালত সূত্রে জানা যায়, আগামীকাল ০৬/০১/২০২৪ ইং তারিখ দুপুর ২.০০ ঘটিকায় অভিযোগ সংক্রান্তে প্রার্থীর অবস্থান ব্যখ্যা করার জন্য অনুসন্ধান কমিটির সম্মুখে স্ব শরীরের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে একই অভিযোগ অনুসন্ধানে সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষীদেরকে তলব করা হয়। উল্লেখ্য যে আহমদ আল কবির সিলেট -৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ