সৃজনশীল লেখনীর জন্য ICALDRC Linguistics Unit of Dhaka University তাহরিমা আলম কেয়াকে The International Creative Arts Award -2023 (আন্তর্জাতিক সৃজনকলা পুরষ্কার ২০২৩ ) প্রদান করেছে । ২রা ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত Discussion on “Impact of Language & Literature on Enriching Minds and Inspiring Lives & The International Creative Arts Award-2023 Giving Ceremony “. অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মো: আবু নঈম শেখ, কী নোট স্পীকার ছিলেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউ,এস,এ এর অধ্যাপক নেছার ইউ আহমেদ( Fulbright scholar, US Public Diplomacy), বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা প্রাপ্ত নাট্যশিল্পী ডলি জহুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড: একেএম শাহনেওয়াজ এবং The International Creative Arts Language & Development Research Centre ( ICALDRC) এর মহাসচিব অধ্যাপক লুৎফর রহমান জয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: আসাদুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ICALDRC ভাষাতত্ব ইউনিট বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, সাহিত্য প্রকাশনা, পরিবেশনা শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জীবনঘনিষ্ঠ নন্দনশৈলীকে প্রত্যায়ন করে সৃজনশীলতার এই পদক ও সম্মাননা প্রদান করেছে।
তাহরিমা আলম কেয়া ২৮ শে ডিসেম্বর খুলনার মুন্সীপাড়া সেকেন্ড লাইনের বাসায় জন্মগ্রহন করেন ।
ছোটবেলা থেকেই তিনি একটু আলাদা সবার থেকে। যেমন অলস দুপুরে যখন বাড়ির সকলে ঘুমিয়ে যেত তখন তিনি সবার অলক্ষ্যে ঘরের বাইরে গিয়ে গাছ বাগানে পেয়ারা গাছে বা কাঁঠাল গাছে দড়ি ঝুলিয়ে দোল খেতেন।
দোল খেতে খেতেই তিনি চোখ বুজেই কবিতার কথামালা রচনা করতেন। এলেবেলে শব্দ নিয়ে লেখাগুলো সত্যিই ছিল চমৎকার!
কোটচাঁদপুর গার্লস স্কুল থেকে তিনি এস,এস, সি পাশ করেন, তখনই তিনি বিবাহ বন্ধনে আব্দধ হন চুয়াডাঙ্গা জেলার জীবন নগরের মিনাজপুর গ্রামের এস,এম,বদরুল আলমের সাথে।
কোটচাঁদপুর খন্দোকার মোশাররফ হোসেন মহাবিদ্যালয় থেকে তিনি এইচএসসি এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিএ অনার্স বাংলা বিষয় নিয়ে পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করে যশোর বি,ই এড কলেজ থেকে বি, ই এড ডিগ্রী অর্জন করেন।
কিশোরপত্রিকা নবারুণ এ তার প্রথম কবিতা প্রকাশিত হয়।
চায়নাতে একটা অনলাইন ম্যাগাজিন পত্রিকায়, মাতৃভাষার উপর একটা কবিতা “হৃদয়ে বাংলাদেশ” লিখে
Assosiation of Bangladesh- China Anmmi আয়োজিত ABCA International Mother Languaage Day Cultural Event 2021এর Self Composed Poem শাখায় তাঁর কবিতা A ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
এ ছাড়া ২১ শে বইমেলা ২০২৩ এ তাঁর লেখা কবিতার বই ” এক পশলা বৃষ্টি” প্রকাশিত হয়।
এই বইএর জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় শাখা আয়োজিত ” বঙ্গসভা পুরস্কার ২০২৩ এ পুরস্কৃত হন।
এ ছাড়াও বইটি তাঁকে এনে দিয়েছে Dhaka University এর ICALDRC Linguistics Unit আয়োজিত The
international Creative Arts Award 2023 পুরস্কারটি।