“দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড ২০২৩” পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা

প্রথম পাতা » শিক্ষাঙ্গন » “দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড ২০২৩” পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা


 ড. মোহাম্মদ ইউসুফ মিঞা

 সৃজনশীল লেখনী ও উচ্চতর গবেষণার জন্য  ICALDRC Linguistics Unit of Dhaka University ড. মোহাম্মদ ইউসুফ মিঞাকে The International Creative Arts Award -2023 (আন্তর্জাতিক সৃজনকলা পুরষ্কার ২০২৩ ) প্রদান করেছে । ২রা ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত Discussion on “Impact of Language & Literature on Enriching Minds and Inspiring Lives & The International Creative Arts Award-2023 Giving Ceremony “. অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মো: আবু নঈম শেখ, কী নোট স্পীকার ছিলেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউ,এস,এ এর অধ্যাপক নেছার ইউ আহমেদ( Fulbright scholar, US Public Diplomacy), বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা প্রাপ্ত নাট্যশিল্পী ডলি জহুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড: একেএম শাহনেওয়াজ এবং The International Creative Arts Language & Development Research Centre ( ICALDRC) এর মহাসচিব অধ্যাপক লুৎফর রহমান জয়।

অনুষ্ঠানেটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: আসাদুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ICALDRC ভাষাতত্ব ইউনিট বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, সাহিত্য প্রকাশনা, পরিবেশনা শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জীবনঘনিষ্ঠ নন্দনশৈলীকে প্রত্যায়ন করে সৃজনশীলতার এই পদক ও সম্মাননা প্রদান করেছে।

ড. মোহাম্মদ ইউসুফ মিঞা জন্ম ১৯৭০ খ্রিস্টাব্দে ফরদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়ীয়ায়। তাঁর পিতার নাম হাজী আবদুল মান্নান বেপারী এবং মাতার নাম আমেনা বেগম। শৈশব ও কৈশোর কেটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছায়া সুনিবিড় শান্তির নীড় শ্যামল প্রকৃতির মায়াজালে প্রবাহিত শাখা তিতাসের তীরে প্রত্যন্ত গ্রাম ফরদাবাদে
শিক্ষা: রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা থেকে এসএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে বিএসসি অনার্স ডিগ্রি শেষে জাপান সরকারের মনবুশো বৃত্তি নিয়ে জাপানের kelo University, Yokohama থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ MS I Ph.D ডিগ্রি অত্যন্ত সুনামের সাথে অর্জন করেন। তিনি দুটি পোস্ট ডক্টরাল ফেলোশিপ অর্জন করেন- ফ্রান্সের মন্টপেলিয়ার ইউনিভার্সিটি থেকে CNRS fellowship মাধ্যমে অপরটি নর্থ আমেরিকান কানাডার Prestigious NSERC Fellowship এর মাধ্যমে Environment Canada থেকে।
গবেষণা ও প্রবাসে চাকুরী ও দেশভ্রমণ: জাপানে পিএইচডি ডিগ্রি শেষে Kyoto Monotech ও DYNAX Corporation নামক জাপানের স্বনামধন্য ও আন্তর্জাতিক মানের কেমিক্যাল কোম্পানিতে গবেষক হিসেবে মোট ১০ বছর। অবস্থান করেন। উচ্চ শিক্ষা শেষে তিনি পেশাগত গবেষক হিসেবে জাপান, ফ্রান্স, কানাডায় দীর্ঘ ১৪ বছর সময় কাটিয়েছেন। তিনি কানাডায় Perma- nent Residentship ও পান। কবির ১ম কাব্য গ্রন্থ “কবিতার ছন্দে পানির রসায়ন” ISBN ৯৭৮-৯৮৪-৮৯৫৮-৭৯-৭, ‘চন্দ্ৰছাপ’ প্রকাশনা সংস্থা, বাংলাএকাডেমি বইমেলা ২০১৩।
বর্তমান পেশা: বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন হিসাবে দায়িত্ব পালন করেন। বিভাগের চেয়ারম্যান হিসেবে দুই বারের জন্য দায়িত্ব পালন করেন। ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট হিসেবে কৃতিত্বের সাথে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি দুই বার রিজেন্ট বোর্ড সদস্য হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও একবার ইউজিসি নির্বাচিত সিন্ডিকেট মেম্বার হিসাবে ফেনী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ইউসুফ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ২০১৭ এর নির্বাচিত সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে সম্পৃক্ত। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশো তে অংশগ্রহণ করেন। তিনি একজন রত্নগর্ভা মায়ের সন্তান ।




আর্কাইভ