বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি

প্রথম পাতা » ফিচার » বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি


বাসে-বাসে পুলিশের তল্লাশি
 বাংলার-পৃথিবীঃ  রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ মহাসমাবেশকে কেন্দ্র ক‌রে ঢাকার প্রবেশমুখ টঙ্গীতে একাধিক চেকপোস্ট স্থাপন করে‌ছে গাজীপুর মে‌ট্রোপ‌লিটন পুলিশ।

শ‌নিবার সকাল ৬টা থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে ওঠে যাত্রী‌দের ব্যাগ, জাতীয় পরিচয়পত্র, মোবাইল তল্লাশি করছে পুলিশ। এছাড়াও সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ তাদের আত্মীয়-স্বজনের কাছে যোগাযোগ করছে। এতে যাত্রীরা বিব্রত বোধ করছেন।

চেক‌পোস্টে দায়ীত্বরত টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাফা‌য়েত হো‌সেন বলেন, সমাবেশ উপলক্ষে ঢাকায় কোনো নাশকতাকারী, ক্ষতিকর দ্রব্য ও বেআইনি অস্ত্র নিয়ে যাতে কোনো সন্ত্রাসী প্রবেশ করতে না পারে, সেজন্য তল্লাশি ও নজরদারি করা হচ্ছে।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, টঙ্গী স্টেশনরোড, টঙ্গী বাজার, কলেজ গেট, কামারপাড়া মোড়সহ বেশ কয়েকটি স্থা‌নে বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়া আব্দুল্লাহপুর ও বেড়িবাঁধ এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করবে। তবে জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।




আর্কাইভ