নিজ দেশ থেকে দুয়ো শুনে কলকাতায় সাকিব

প্রথম পাতা » খেলা » নিজ দেশ থেকে দুয়ো শুনে কলকাতায় সাকিব


ফাইল ছবি
 বাংলার-পৃথিবীঃ   বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এই বিশ্বকাপের আগেও এমন গর্বের জায়গায় ছিলেন তিনি। গতকাল নিজ দেশে তাঁকেই কিনা দুয়ো শুনতে হলো। তাও তাঁরই প্রিয় প্রাঙ্গণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এটা ক্রিকেটারের সঙ্গে সমর্থকদের ভুল বোঝাবুঝির বিষক্রিয়া নয় তো?

বিষয়টি নিয়ে ক্রিকেট-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেছে, এ পরিস্থিতি সাকিব নিজেই তৈরি করেছেন। এশিয়া কাপ চলাকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে বিজ্ঞাপনী কাজ করে সমালোচিত হয়েছেন। বিশ্বকাপের ভেন্যু থেকে দেশে ফিরে সেই আগুনে ঘি ঢালেন।

অথচ একটু সতর্ক হলে, বিসিবিকে পাশে পেলে কোনো বিতর্ক হতো না। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাকিবের দেশে ফেরার খবর এবং কারণটা জানালেই হতো। বিশ্বকাপে দলের ম্যানেজার রাবীদ ইমাম অবশ্য বলেছিলেন, অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে। শেষ পর্যন্ত কেন দেওয়া হয়নি, তা জানা যায়নি।

সেদিক থেকে মানুষ ধরে নিতে পারে– বিসিবিও সাকিবের পাশে নেই। কে আছে, কে নেই; তাতে কিছু যায় আসে না টাইগার দলপতির। গুরুর আশীর্বাদ, দুটি অনুশীলন সেশনের অভিজ্ঞতা আর সমর্থকদের দুয়ো সঙ্গে করে গতকাল সন্ধ্যায় (রাত ৮টা) কলকাতা ফিরেছেন সাকিব। মিশ্র অনুভূতি নিয়ে শনিবার হয়তো ইডেনের ময়দান মাতাবেন টাইগার দলপতি।

বিশ্বকাপের আগে থেকেই সাকিবের ব্যাটিং ভালো হচ্ছিল না। মনোযোগ ফিরে পেতে কম চেষ্টা করেননি। কিছুতে কিছু না হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে নিজের মেন্টর ও ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। অধিনায়কের আগ্রহকে সম্মান জানিয়ে দেশে ফেরার অনুমতি দেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মুম্বাই থেকে বুধবার সকালে দেশে ফেরার বিমান ধরেন বাঁহাতি এ অলরাউন্ডার। তিনি ছাড়া দলের বাকিরা সেদিন দুপুরে কলকাতার বিমান ধরেন। বিকেলে কলকাতায় পা রেখে দলের ম্যানেজার বুঝে যান– সাকিব ইস্যুতে সমালোচনার লু হাওয়া বইছে দেশে। দেশে ফেরার দিন বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে তিন ঘণ্টা ব্যাটিং সেশন করেন সাকিব। গতকাল সকালে দেড় ঘণ্টার মতো ব্যাটিং করেছেন।

বাংলাদেশের খেলে ফেলা পাঁচ ম্যাচের চারটিতে ছিলেন সাকিব। ঊরুর পেশিতে চোট থাকায় ভারতের বিপক্ষে খেলতে পারেননি। আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ফিফটি নেই তাঁর। ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৬ রান করতে পেরেছেন বাংলাদেশ অধিনায়ক। দেশ থেকে ব্যাটিংয়ে ‘চার্জ’ নিয়ে ফেরা বাঁহাতি এ অলরাউন্ডার কলকাতায় ভালো কিছু করার স্বপ্ন নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে নামবেন হয়তো।

মাঠ থেকে ফেরার সময় মিরপুর ইনডোরের সামনে সমর্থকরা তাঁকে দেখেই ‘ভুয়া ভুয়া’ বলতে থাকেন। এ সময় মাথা নিচু করে গাড়িতে ওঠেন সাকিব। একসময়ের প্রিয় সমর্থকরাই কিনা এখন তাঁকে দুয়ো দেন।

সাকিবের অনুশীলন ও মানসিক অবস্থা নিয়ে কলকাতা থেকে ফোনে নাজমুল আবেদীন ফাহিমের কাছে জানতে চাওয়া হলে বলেন, ‘সে যে কাজ করতে এসেছিল, সেটা করেছে। সে খুশি কিনা বুঝতে পারিনি। আমার যেটা মনে হয়েছে– ও ফোকাস নিয়ে গেছে। এখন দেখতে হবে মাঠে কেমন করে। ব্যাটিং অ্যাপ্রোচ দেখার পর বলতে পারব জিনিসগুলো কাজে লেগেছে কিনা। তবে মানসিকভাবে ভালোই মনে হয়েছে।’

বিশ্বকাপেইডেন গার্ডেন্সে কালই তো সেই দিন আসন্ন। এই ম্যাচ দিয়েই হয়তো সমালোচনার জবাব দেবেন। একটি ভালো ইনিংস আর স্মার্ট বোলিংই পারে সাকিবকে সব সমালোচনা থেকে বের হয়ে আসার পথ করে দিতে।




আর্কাইভ