যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দলের সংলাপের সুপারিশ সমর্থন করেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দলের সংলাপের সুপারিশ সমর্থন করেন


যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার দুই দিনের সফরে ঢাকায়
বাংলার-পৃথিবীঃ  বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব স্তরে প্রায় সব বৈঠকে বলে আসছে দেশটি। এদিকে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই সব বৈঠকে এ নিশ্চয়তা দিয়ে আসছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তবে প্রশ্ন থেকে যায়, ঢাকার বক্তব্যে কতটা আশ্বস্ত হয়েছে ওয়াশিংটন।

বারবার একই বিষয় আলোচনায় নিয়ে আসা এবং এ নিয়ে ঢাকার পক্ষ থেকে নিশ্চয়তা দিলেও ওয়াশিংটন আশ্বস্ত হতে পেরেছে কিনা– জানতে চাইলে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘এটি তাদের (যুক্তরাষ্ট্র) জিজ্ঞেস করতে পারেন।’ বারবার কেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বলছে, তাদের আপত্তিটা কোথায়– জানতে চাইলে তিনি বলেন, এটি বারবার বলছে তারা, বাংলাদেশও নিশ্চয়তা দিচ্ছে। গতকাল সোমবার দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এর পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সন্ধ্যায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন আফরিন আক্তার। আজ মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন তিনি। আজই ঢাকা ছাড়ার কথা মার্কিন এই কর্মকর্তার। আফরিন আক্তারের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনু বিভাগের মহাপরিচালক মাসুদ আলমের বৈঠকের পর ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ দেখতে চায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আমরা শক্তিশালী বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। বিনিয়োগ ও বাণিজ্য, দুই দেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে। এ ছাড়া আলোচনা হয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জনগণের ভোট প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা নিয়ে।’
গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব বলেন, আলোচনায় মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। পর্যবেক্ষক দলের সুপারিশ ও যুক্তরাষ্ট্রের অবস্থান একই রকম। তারা চাচ্ছে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সহিংসতামুক্ত যেন হয়। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি রয়েছে, তা তুলে ধরা হয়েছে। পর্যবেক্ষক দলের সুপারিশে সংলাপের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সংলাপ রাজনৈতিক বিষয়। সংলাপ হবে কি হবে না, এ বিষয়টি নিয়ে আফরিন আক্তার কোনো প্রশ্ন করেননি। নাগরিক সমাজের স্থান সংকুচিত হওয়া নিয়ে প্রশ্ন করলে মাসুদ বিন মোমেন বলেন, তারা বলেছে, পর্যবেক্ষক দলের সুপারিশগুলো যুক্তরাষ্ট্র সরকার সমর্থন করে। সুপারিশগুলোর বিষয়ে বাংলাদেশ কী করছে বা কী করবে, তা নিয়ে কোনো প্রশ্ন করেননি।

পর্যবেক্ষক দলের সুপারিশ বাংলাদেশ সমর্থন করে কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, আমরা তা এখনও বিচার-বিশ্লেষণ করছি। নির্বাচন কমিশনও এটা দেখছে। এই মুহূর্তে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য নেই। যুক্তরাষ্ট্র কি সংলাপ চায়– এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে সংলাপের কথা যুক্তরাষ্ট্র বলেছে। নতুন করে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে বৈঠকে কোনো পক্ষ কিছু বলেনি। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় কোনো চুক্তি হবে কিনা– জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এ মুহূর্তে নতুন করে কোনো চুক্তির সম্ভাবনা দেখছি না। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিনা– উত্তরে তিনি বলেন, তারা যদি অযাচিতভাবে এ বিষয়ে কথা বলে এবং সেটি যদি আমরা মনে করি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, তখন আমরা ভিয়েনা সনদের কথা বলেছি। বন্ধুরাষ্ট্র হিসেবে বা উন্নয়ন অংশীদার হিসেবে যদি কোনো মন্তব্য থাকে অভ্যন্তরীণ আলোচনায়, সেটি আমরা সবসময়ে উত্তর দিতে প্রস্তুত। কিন্তু জনসম্মুখে কিছু বললে আমাদের আপত্তি রয়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে র‍্যাব ও এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছে। যত দ্রুত সম্ভব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। বাহিনী হিসেবে র‍্যাবের সংস্কারে সময় লাগবে।

র‍্যাবের কী সংস্কার করা হচ্ছে– এ প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। র‍্যাবের সংস্কারের প্রয়োজনীয়তা র‍্যাবও জানে। যে কোনো প্রতিষ্ঠানেই ধারাবাহিক সংস্কার হতে থাকে। আমি নিশ্চিত, র‍্যাবও এ নিয়ে কাজ করছে। রোহিঙ্গা নিয়ে আলোচনার বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অবস্থান বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। চীন-মিয়ানমার-বাংলাদেশের ত্রিপক্ষীয় প্রচেষ্টার বিষয়টি জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে কিছু উদ্বেগের বিষয় তুলে ধরা হয়েছে। প্রত্যাবাসন যাতে স্বেচ্ছায়, নিরাপদ ও সুরক্ষিত এবং টেকসই হয়, সেটা চায় তারা। এ ছাড়া রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি আমলে নিতেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে। ঢাকা জানিয়েছে, তারা এমন কোনো পদক্ষেপ নেবে না, যেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। তবে বাংলাদেশ দ্রুত প্রত্যাবাসন চায়।




আর্কাইভ