এটাই যেন বিশ্বকাপের উদ্বোধন

প্রথম পাতা » খেলা » এটাই যেন বিশ্বকাপের উদ্বোধন


ফাইল ছবি
বাংলার-পৃথিবীঃ  বিশ্বকাপ শুরুর সপ্তাহ পেরিয়ে গেছে। এরই মধ্যে রেকর্ডময় কিছু ম্যাচও হয়েছে। কিন্তু শিরোপার গায়ে এখনও রং লাগেনি। কারণ ক্রিকেট যাদের নাওয়া-খাওয়া, সেই ভারতের স্টেডিয়ামে নেই দর্শক। ইংল্যান্ড-নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো হাইভোল্টেজ ম্যাচে ফ্রি টিকিট বিলিয়েও ফাঁকা থেকেছে গ্যালারির অনেক আসন। চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ফাঁকা গ্যালারি ভরাতে স্কুল শিক্ষার্থীদের মধ্যে বিলি করা হয়েছে সাড়ে ১৭ হাজার টিকিট।

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওই আক্ষেপ ঘুচবে বলেই আশা। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আহমেদাবাদের উত্তাপের ওই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তার ওপর বিসিসিআই নিয়েছে নানা উদ্যোগ। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেব, সুখেন্দ্র সিংরা ম্যাচের আগে সুরের ঝংকার তুলবেন মোদি স্টেডিয়াম। যেন ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে।

ভারতের ক্রিকেট ভক্তরা অবশ্য পাকিস্তান ক্রিকেট দলকে ‘বিশেষ অ্যাপায়ন’ করায় এবং ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিশেষ আয়োজন করায় ক্ষোভ ঝেড়েছেন। দুই দেশের রাজনৈতিক সংকট এবং সীমান্ত বিরোধ পায়ে দলিয়ে বিসিসিআই ‘বাড়াবাড়ি’ করছে বলে উল্লেখ করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হ্যাশট্যাগ ‘বয়কট ভারত-পাকিস্তান ম্যাচ’ লেখা ৫২ হাজার টুইটও হয়েছে। গায়ক অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবের দেশভক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

তাতে কী ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ কমে! দক্ষিণ এশিয়ার ক্রিকেট ভক্তদের ভারত-পাকিস্তান ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায়? না কমে টিকিটের দাম! সাত বছর পর ভারত সফরে এসেছে পাকিস্তান। এক যুগ পর ভারতের মাটিতে ওয়ানডে খেলতে নামবে মেন ইন গ্রিনরা। ২০১২’র সেই সফরে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এসব তথ্য যেন লড়াইয়ে বাড়তি মশলা যোগ করছে। এমনকি ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের টানা সাত হারের তথ্য উচ্ছ্বাস কমাচ্ছে না। বরং ম্যাচ ঘিরে রাওয়ালপিন্ডির জ্যোতিষীর ‘বাবর নন, রোহিত কর্তৃত্ব করবেন; তবে জিতবে পাকিস্তান’ এমন ভবিষ্যদ্বাণীতে চোখ বুলিয়ে নিচ্ছেন ভক্তরা।

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে ১ লাখ ৩০ হাজারের গ্যালারিতে ‘কিছু দর্শক আমাদের জন্যও গলা ফাঁটাবে’ এমন আশা করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। হায়দরাবাদের মতো আহমেদাবাদের মোদি স্টেডিয়ামেও তাদের ভক্ত থাকবে এমন দাবি তাঁর। বিশ্লেষণে ভারতকে ফেভারিট বলা কিংবা টানা সাত ম্যাচ হারের প্রশ্নে বাবর বলছেন, ‘সর্বশেষ টি২০ বিশ্বকাপে আমরা তাদের হারিয়েছি।’ এমনকি ম্যাচটা তাদের জন্য চাপের নয়, তার চেয়ে ম্যাচের টিকিটের চাপ বেশি বলেও মজা করেছেন পাকিস্তান অধিনায়ক। এখন উত্তাপের ম্যাচে রং লাগলে আর টিকিটের দাম উঠলেই হলো!




আর্কাইভ