৫ জেলার পাউবো কর্মীদের ছুটি বাতিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ৫ জেলার পাউবো কর্মীদের ছুটি বাতিল


ফাইল ছবি

  বাংলার-পৃথিবীঃ     উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাশাপাশি তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাউবো বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সিকিমে ভারী বৃষ্টিতে তিস্তা নদীর চুংথাং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এতে উজানে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

পাউবো আরও বলছে, তিস্তা পাড়ের এ পাঁচ জেলার ১২ উপজেলা প্রশাসন মাইকিং করে নদীতীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করেছে। একই সঙ্গে তাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।




আর্কাইভ