ঢাকা-রাজবাড়ী বাস চলাচল বন্ধ ৩ দিন ধরে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা-রাজবাড়ী বাস চলাচল বন্ধ ৩ দিন ধরে


ঢাকা-রাজবাড়ী বাস চলাচল বন্ধ ৩ দিন ধরে
  বাংলার-পৃথিবীঃ   ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঢাকার সঙ্গে রাজবাড়ীর সরাসরি বাস চলাচল আজ বুধবারও বন্ধ রয়েছে। গত সোমবার ভোর থেকে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন প্রতিদিন পাঁচ থেকে ছয়টি বাস চালাতে থাকে। এ নিয়ে গত শুক্রবার রাতে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ গোল্ডেন লাইনের বাস থেকে যাত্রীদের নামিয়ে খালি বাস ঢাকায় ফেরত পাঠায়। এর জের ধরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রোববার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকেরা রাজবাড়ীর সকল বাস কাউন্টার বন্ধ করে দেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। এর ফলে গত সোমবার সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, কিছুদিন আগে রাজবাড়ী বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা না করেই গোল্ডেন লাইন ঢাকা রাজবাড়ী রুটে বাস চালু করে। বাধা দিলে দুইদিন বাস বন্ধের পর আলোচনার মাধ্যমে তাদের দুটি বাস চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু এখন তারা ইচ্ছেমতো অনুমতির থেকে বেশি বাস চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা অনুমতির দুটি বাস রেখে বাকি বাস চলাচলে বাধা দেই। এজন্য তারা আমাদের গাবতলীর বাসের কাউন্টার বন্ধ করে দেয়। গায়ের জোরে তারা এসব করছে।

বিষয়টি সমাধান করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণ।

এর আগে গত ৪ সেপ্টেম্বর একই কারণে ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে পরদিনই আবার চালু হয়।




আর্কাইভ