বাংলার-পৃথিবীঃ গৌহাটিতে গতকালের আবহাওয়া ছিল অনুশীলনের অনুকূল। কিছুটা গরম হলেও নেটসেশন করার জন্য উত্তম। যদিও বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে অত তাড়া ছিল না। আগে থেকেই ঠিক করে রাখা ঐচ্ছিক অনুশীলন হবে। কৃত্তিম আলোয় মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী– এই চারজন ব্যাটে-বলে কসরত করেছেন।
বাকি ১১ জন ছিলেন টিম হোটেলে। কেউ জিম, কেউ বা সাঁতার কেটে শরীর ঝরঝরে রেখেছেন। অনুশীলন ম্যাচ থেকে বিরতি নেওয়া অধিনায়ক সাকিব আল হাসান জিম সেশনে সীমিত রেখেছেন কার্যক্রম। তিনি হয়তো ক্রিকেটীয় অনুশীলন করবেন না আজও। কারণ এদিন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ গৌহাটির বর্ষাপাড়া আন্তর্জাতিক স্টেডিয়ামে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরও ইংলিশদের বিপক্ষে ম্যাচটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের ইনজুরি মুক্ত রাখতে ব্যতিব্যস্ত তারা। গৌহাটি থেকে দল সূত্রে জানা গেছে, নিয়মিত ক্রিকেটারদের বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে খেলাতে পারে ইংলিশদের বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে রান পেলেও খেলতে পারে ওপেনিং জুটি লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। কারণ লিটন ছন্দে ছিলেন না।
এশিয়া কাপ থেকে দ্বিপক্ষীয় সিরিজ কোথাও বড় ইনিংস খেলতে পারেননি এ ব্যাটার। আত্মবিশ্বাস বাড়াতেই খেলানো হতে পারে তাঁকে। বোলিং ইউনিটে পেসারদের চেয়ে স্পিন রাখা হতে পারে বেশি। কারণ গৌহাটির প্রচণ্ড গরমে ফাস্ট বোলারদের নিয়মিত বোলিং করা কঠিন। ঊরুর পেশিতে টান থাকায় পেসার তানজিম হাসান সাকিবকে খেলাবে কিনা জানা যায়নি। কারণ বিসিবি মেডিকেল বিভাগের দেওয়া পুনর্বাসন ও বিশ্রামের সময় শেষ হয়ে গেছে ২৯ সেপ্টেম্বর।
ইংলিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে গৌহাটি পর্ব শেষ করবে বাংলাদেশ। পরদিন উড়াল দেবে বিশ্বকাপের মূল ম্যাচের ভেন্যু ধর্মশালার উদ্দেশে। হিমালয়ের এই নিম্নাঞ্চল বা জলাধারে ২০১৬ সালেও বিশ্বকাপ খেলেছেন সাকিবরা। সেটি ছিল ২০ ওভারের ম্যাচের বিশ্বকাপ। রাউন্ড সিক্সটিন বা বাছাই পর্বের খেলাগুলো ছিল ওখানে, যে ভেন্যুতে সুখ এবং দুঃখ দুই স্মৃতিই রয়েছে। ওমানের বিপক্ষে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন টি২০ ম্যাচে। আবার পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে রিপোর্টেড হয়েছিলেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধও হন তারা।
সেই ধর্মশালার প্রথম ওয়ানডে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে। শুরুটা ভালো হলে পরের ম্যাচেও ছন্দ নিয়ে খেলতে পারবে। কারণ দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ দুটি ম্যাচ খেলার জন্য ধর্মশালায় সাকিবদের প্রথম চ্যালেঞ্জ হবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ গৌহাটির প্রচণ্ড গরম থেকে হিমালয়ের শীতল আবহাওয়ায় যাবেন তারা।