বাংলার-পৃথিবীঃ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনের কারণে গণতন্ত্র হুমকির মুখে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের ‘স্বাস্থ্যকর পরিবেশের’ বিষয়ে অগ্রাধিকার দিতে ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমেরিকায় এখন বিপজ্জনক ঘটনা ঘটছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যারিজোনায় এক ভাষণে তিনি এ কথা বলেন।
ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনকে ‘চরমপন্থী’ আখ্যা দিয়ে বাইডেন বলেন, এই আন্দোলন আমাদের গণতন্ত্রের মৌলিক বিষয়ে বিশ্বাসী না।
তিনি বলেন, এই আন্দোলন চরমপন্থীদের দ্বারা চালিত, এতে কোনো সন্দেহ নেই। এজেন্ডা বাস্তবায়িত হলে তারা আমেরিকান গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোর মূলনীতি পরিবর্তন করে ছাড়বে।