বৈশ্বিক আস্থাহীনতা দেখছে বিএনপি

প্রথম পাতা » প্রধান সংবাদ » বৈশ্বিক আস্থাহীনতা দেখছে বিএনপি


ফাইল ছবি

 বাংলার-পৃথিবীঃ   বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিষয়টিকে সরকারের ওপর আন্তর্জাতিক মহলের কোনো আস্থা না থাকার অংশ হিসেবে দেখছে বিএনপি।

গতকাল শুক্রবার রাতে আলাপকালে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, এটি তো নতুন নয়। যুক্তরাষ্ট্র আগেই ভিসা নীতি ঘোষণা করেছিল। আওয়ামী লীগের এটা নিয়ে চিন্তার বা ভয়ের কিছু আছে বলে তো মনে করি না।

তিনি বলেন, ‘আমার মনে হয় না কোনো চাপ আমাদের ওপর আছে। কারণ আমাদেরও একটাই কথা– আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা সেটাই করব।’ শাম্মী আহমেদ আরও বলেন, ‘আমি মনে করি এমন ভিসা নীতি তারা যদি ২০১৪ ও ১৮ সালে দিত, তাহলে বিএনপি দেশজুড়ে জ্বালাও-পোড়াও করতে পারত না। এমনটা করতে তারা ভয় পেত।’

অন্যদিকে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল রাতে বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বও সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কিন্তু দেশে কাঙ্ক্ষিত সেই নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, মামলা ও হয়রানি অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘এসব দেখে বুঝতে বাকি নেই যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারের প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন– ঠিক তখনই ভিসা নীতি কার্যকরে পদক্ষেপ নেওয়ার খবরটা দিল যুক্তরাষ্ট্র। এর একদিন আগে ইউরোপীয় ইউনিয়ন জানাল, তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না। এসব ঘটনায় এটা এখন দিবালোকের মতো পরিষ্কার যে, এই সরকারের ওপর আন্তর্জাতিক মহলের কোনো আস্থা নেই।’




আর্কাইভ