ক্রিকেটাররা কোচের মুখোমুখি

প্রথম পাতা » খেলা » ক্রিকেটাররা কোচের মুখোমুখি


 ফাইল ছবি



বাংলার- পৃথিবীঃ     ওয়ানডে  বিশ্বকাপ সুপার লিগ শেষ করেছে তিন নম্বরে থেকে। ভারত, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষেও ভালো ক্রিকেট খেলেছে দল। স্বাভাবিকভাবেই এশিয়া কাপ নিয়ে বড় স্বপ্ন দেখেছিল টিম ম্যানেজমেন্ট।

কলম্বো থেকে গতকাল বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বাংলাদেশকে টুর্নামেন্টের ফাইনালে দেখতে চেয়েছিলেন তারা। কিন্তু তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিয়েছে সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায়। ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ। শেষটা ভালো করতে ক্রিকেটারদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

জালাল ইউনুস জানান, একক সভায় ক্রিকেটারদের মতামত শোনার পাশাপাশি ব্যক্তিগত সমস্যা নিয়েও কথা বলেছেন কোচ। হাথুরুসিংহের এ উদ্যোগ ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে।

গত এক দশক ধরে এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। ২০১২ ও ২০১৮ সালের রানার্সআপ তারা। ২০১৬ সালের টি২০ এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি জিততে জিততে ভারতের কাছে হেরে গেছে। স্বাভাবিকভাবেই এশিয়া কাপ নিয়ে উচ্ছ্বাসটা বেশি থাকে ক্রিকেটারদের মধ্যে। হাইব্রিড মডেলের এশিয়া কাপে এবার কেন যেন কাঙ্ক্ষিত পারফরম্যান্স করতে পারছেন না সাকিব আল হাসানরা। মুশফিকুর রহিমও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এককথায় ব্যাটিংটা ঠিকঠাক ক্লিক করছে না।
জালাল ইউনুসের মতে, ‘এশিয়া কাপের জন্য আমরা যে দলটা করেছি, সেখান থেকে ছিটকে গিয়েছি। কারণটা হলো কিছু ইনজুরি। তাতে দলের ভারসাম্য হারিয়েছে। শান্ত দেশে ফিরে গেছে। এবাদত আগেই ছিটকে গেছে। জ্বরের কারণে শুরুতে যোগ দিতে পারেনি লিটন। এখন খেলছে কিন্তু সংগ্রাম করছে মানিয়ে নিতে। এসব কারণে আমাদের দল ভারসাম্যহীন হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য ছিল অন্তত এশিয়া কাপের ফাইনালে যেন উঠতে পারি। অতীতেও আমরা ফাইনালে উঠেছি, সেটাই আমাদের লক্ষ্য ছিল। চোটের কারণে দলে ভারসাম্য নষ্ট হওয়ায় পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে। আশা করছি, শিগগির ছন্দ ফিরে পাবে দল।’

ধারাবাহিক ভালো খেলতে থাকা দলের হঠাৎ ছন্দপতনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত চার ম্যাচের পারফরম্যান্স কাটাছেঁড়া করে ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে মিটিং করেছেন গতকাল। কোচ যেখানে ভুলত্রুটি শুধরে দেওয়ার কাজ করেছেন একান্তে। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘খেলোয়াড়রা একতাবদ্ধ আছে। তারা জানে কী করতে হবে। তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে। আজকে যেমন কোচের সঙ্গে প্রতিটি খেলোয়াড়ের আলাদা আলাদা টিম মিটিং ছিল এবং তারা আলাপ করেছে। সমস্যা নিয়ে কোচ তাদের সঙ্গে কথা বলেছেন। তারাও হয়তো কোচের সঙ্গে শেয়ার করেছে। কোথায় সমস্যা হচ্ছে, এটাও তাদের আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। এর রিফ্লেকশনটা আমরা হয়তো আগামী ম্যাচে দেখতে পারব।’

সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং ও ফিল্ডিং ভালো করতে পারলেও ব্যাটিং ব্যর্থতায় হেরে যেতে হয়। তাওহিদ হৃদয় ছাড়া কেউই বড় স্কোর করতে পারেননি। পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে পরাজয় টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত করে ফেলে। শুক্রবার আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। ঢাকায় তিন দিন ছুটি কাটিয়ে এ ম্যাচ খেলতে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে মুশফিকু রহিম যাবেন কাল। আজ মিরপুরে তিনি অনুশীলন করবেন।




আর্কাইভ