আচরণবিধি লংঘন করলে প্রার্থীতা বাতিল: রাজশাহীতে ইসি রাশিদা

প্রথম পাতা » জাতীয় » আচরণবিধি লংঘন করলে প্রার্থীতা বাতিল: রাজশাহীতে ইসি রাশিদা


আচরণবিধি লংঘন করলে প্রার্থীতা বাতিল: রাজশাহীতে ইসি রাশিদা

 

 

 বাংলার পৃথিবীঃ নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, কোন প্রার্থী আচরণবিধি লংঘন করলে প্রার্থীতাও বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বেলা ১১ টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে নির্বাচনী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

ইসি রাশিদা সুলতানা আরো বলেন, সিটি নির্বাচন ঘিরে কমিশন সতর্ক ও অনড় অবস্থানে রয়েছে। কোন অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজন মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে নিয়োজিত থাকবে।

তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে প্রিসাইডিং কর্মকর্তা তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এসময় ইসি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। সম্পাদনা: মাজহারুল ইসলাম




আর্কাইভ