মক্কায় ব্যপক ঝড়, জ্বলে উঠল আকাশ

প্রথম পাতা » এক্সক্লুসিভ » মক্কায় ব্যপক ঝড়, জ্বলে উঠল আকাশ


---


বাংলার-পৃথিবীঃ 
ব্যাপক বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের কবলে পড়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা। টানা বর্ষণে তলিয়ে যায় নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক। এর মধ্যেই মক্কার আইকনিক ‘ফেয়ারমন্ট মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলে’ আঘাত হানে বজ্রপাত।মঙ্গলবার (২২ আগস্ট) সৌদি আরবের মক্কা নগরীতে হঠাৎ শুরু হয় দমকা হাওয়া, ভারি বৃষ্টি; একইসঙ্গে হচ্ছিলো বজ্রপাত। তবে এর মধ্যেই ঘটে আইকনিক ফেয়ারমন্ট মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলের চূড়ায় বজ্রপাতের ঘটনা। যা সরাসরি দেখেন এবং মোবাইলেও ধারণ করেন হেরেম শরিফে থাকা মুসল্লিরা।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাতে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়টি বয়ে যায়। এদিন মক্কার নিকটবর্তী আল-কাকিয়া শহরের রাস্তা ও আশপাশে ২৪ ঘণ্টার মধ্যে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এছাড়া, ভারি বৃষ্টিতে মক্কার আশপাশে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

এদিকে, নতুন করে মক্কা অঞ্চল এবং সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আকস্মিক বন্যায় বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

এর আগে, ২০১৫ সালে এ ধরনের প্রবল বর্ষণে মক্কার গ্র্যান্ড মসজিদে নির্মাণকাজে থাকা বড় ক্রেন ভেঙে বহু মানুষ হতাহত হন। তবে মঙ্গলবারের ঝড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।




আর্কাইভ