মস্কোর ভবনে হামলা,ভূপাতিত দুই ড্রোন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মস্কোর ভবনে হামলা,ভূপাতিত দুই ড্রোন


---
বাংলার পৃথিবীঃ   রাশিয়ার রাজধানী মস্কোতে একটি নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা হয়েছে। এতে ভবনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কোর দুটি অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এটি ছিল রাশিয়ার রাজধানী এলাকায় টানা ষষ্ঠ রাতের মতো হামলা।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, ‘(মঙ্গলবার দিনগত) রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কোর মোজাইস্কি অঞ্চলের একটি ড্রোনকে গুলি করে নামানো হয়। দ্বিতীয়টি খিমকি শহরের একটি নির্মাণাধীন ভবনে আঘাত হানে।’

প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান মেয়র।

মস্কো ও কিয়েভ সংঘর্ষের সময় নিয়মিতই ড্রোন হামলার খবর দিয়েছে। রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি হামলা বেড়েছে।

সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানায়, মস্কো শহরের একটি অঞ্চলে ‘বিস্ফোরণ’র শব্দ শোনা গেছে। এর একটু পরেই একই এলাকার ভবন থেকে ধোঁয়া উঠছিল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ জানায়, রাজধানীতে হামলায় নির্মাণাধীন একটি ভবনের ‘সামান্য ক্ষতি’ হয়েছে।




আর্কাইভ