বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান ওপর হামলা

প্রথম পাতা » ফিচার » বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান ওপর হামলা


জাহাঙ্গীর হোসেন মানিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকায় হামলার এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করে।

হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী এ এস এম জাহাঙ্গীর হোসেন উপজেলার সাইলকোনা এলাকার খোয়াজ উদ্দিন মন্ডলের ছেলে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলামের সমর্থক আরশেদ আলীকে একটি দোকানে বসে থাকতে দেখে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

তিনি বলেন, এ সময় আরশেদ ও তার কয়েকজন সহযোগী চেয়ার তুলে আমার ওপর হামলা করেন। এতে আমি রক্তাক্ত জখম হই। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

অভিযুক্ত আরশেদ আলী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। আমরা সন্ধ্যার দিকে কয়েকটা চেয়ার ভাড়া নিয়ে সোনাপুর বাজারে এক দোকানে বসে আমাদের প্রার্থী শরিফুলের বিষয় কথা বলছিলাম। এ সময় জাহাঙ্গীর এসে আমাদের কাছে ভোট প্রার্থনা করে। আমি তার সাথে হ্যান্ডশেক করি এবং বলি যে, আমরা শরিফুলের সমর্থক আমাদের কাছে ভোট প্রার্থনা করার দরকার নাই। তিনি বিদায় নিয়ে বাইরে চলে যান। জাহাঙ্গীর বিদায় নিয়ে বাহিরে যাওয়ার পর হৈচৈ শুনতে পাই। আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় দোকান ঘরের বাইরে যাইনি।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে হামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন, বিএনপির কোনো প্রার্থী এই প্রহসনের নির্বাচনে অংশ নিচ্ছে না। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




আর্কাইভ