বাংলার-পৃথিবীঃ একপেশে লড়াই দিয়েই শুরু হয়েছে মেয়েদের ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব। সুইজারল্যান্ডকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়ে এবারের আসরে প্রথম দল হিসেবে মেয়েরা কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে স্পেন।
শনিবার ইডেন পার্কে হওয়া ম্যাচের পঞ্চম মিনিটেই স্পেন লিড পায়। আলবা রেদন্দোর অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন আইতানা বনমাতি। ছয় মিনিট পর লাইয়া কোদিনা নিজেদের জালে বল জড়ালে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
এরপর সুইস মেয়েদের উপর স্পেনের মেয়েরা রীতিমতো তাণ্ডব চালায়। ১৭ মিনিটে হেডে নিশানাভেদ করেন আলবা রেদন্দো। বিরতিতে যাওয়ার আগে স্পেনিয়ার্ডরা আরও দুই গোলের দেখা পায়। ৩৬ মিনিটে বনমাতি ম্যাচে জোড়া গোলের দেখা পান। প্রতিপক্ষের জালে ৪৫ মিনিটে বল জড়াতে সক্ষম হন বনমাতি।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে স্পেনের আধিপত্য। ৭০ মিনিটে বনমাতির বাড়ানো বল পেয়ে বাঁ পায়ে বল জালে প্রবেশ করান জেনি হারমোসো।