সহকারী প্রক্টরের কোন্দলে পদত্যাগ

প্রথম পাতা » ফিচার » সহকারী প্রক্টরের কোন্দলে পদত্যাগ


ফাইল ছবি

ভর্তি পরীক্ষার আসন বিন্যাসকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থি দুই শিক্ষকের মধ্যে কোন্দল তৈরি হয়েছে। এ ঘটনায় বিচার পাননি দাবি করে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) কাজী এম আনিছুল ইসলাম। উপাচার্যপন্থি অপর শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আবু ওবায়দা রাহিদ।

গতকাল বুধবার রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন কাজী এম আনিছুল ইসলাম। পদত্যাগপত্রে তিনি বলেন, আবু ওবায়দা রাহিদ অনুমতি ছাড়াই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সংরক্ষিত কক্ষে প্রবেশ করে আসন বিন্যাস পরিকল্পনা করেন এবং তা কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়ে দেন।

অনুমতি ছাড়া ল্যাবে প্রবেশ ও আসন পরিকল্পনা করার কথা জানতে চাইলে উদ্ধত আচরণ করেন তিনি। ঈদের ছুটি শেষে ‘অনুমতি নেওয়ার’ বিষয়কে কেন্দ্র করে ক্যাম্পাসের গোল চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতে ফের বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তী সময়ে ‘সমঝোতা বৈঠকে’ প্রক্টর ও একজন অধ্যাপকের সামনে তাঁকে (আনিছুল) মারতে উদ্ধত হন তিনি। তাঁর পরিবার নিয়ে অশালীন কথাবার্তা বলেন।

বিষয়টি জানতে চাইলে কাজী আনিছুল ইসলাম বলেন, ‘আমরা ইনফরমালি বিচারের জন্য বসেছিলাম। সেখানে প্রক্টর ও মিজান স্যার ছিলেন। সেখানে আমি বিচারটা পাইনি। অথচ ওই সময় রাহিদ আমার ওপর চড়াও হয়েছেন। উপাচার্যকে মৌখিকভাবে জানিয়েছি। তাঁর বাংলোতেও গিয়েছি। সেখানে আমি সবকিছু খুলে বলেছি। আমি স্যারকে বলেছি, যেহেতু উনি বারবার হুমকি দিচ্ছেন, প্রক্টরিয়াল বডির একটা শক্তি দেখাচ্ছেন, তাতে আমি শঙ্কিত বোধ করছি। আমি যদি এখন উনার সঙ্গে বসে প্রক্টরিয়াল কাজ করি, তাহলে পরিবারের প্রতি অশ্রদ্ধা হয়। সে জন্য আমি পদত্যাগ করেছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রক্টর আবু ওবায়দা রাহিদ। তিনি বলেন, ‘আমি উনাকে মারতেও যাইনি এবং উনার পরিবার নিয়েও কোনো বাজে কথা বলিনি। বরং উনি আমাকে অনেক খোঁচা দিয়ে কথা বলেছেন। আমাকে অনেক উস্কানিমূলক কথা বলেছেন।’

আসন বিন্যাসের বিষয়ে আবু ওবায়দা রাহিদের ভাষ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস কমিটির সদস্য সচিব হিসেবে আছেন তিনি। কক্ষটি পেতে কাজী আনিছুল ইসলামকে মেইল পাঠানো হয়েছে। তবে মেইলের কোনো উত্তর দেননি। তাছাড়া ল্যাব ফাঁকা থাকায় ও যন্ত্রপাতি প্যাকেটবন্দি থাকায় কক্ষটি নিয়েছিলেন তারা।




আর্কাইভ