ভারত সফরে ইলন মাস্ক!

প্রথম পাতা » ফিচার » ভারত সফরে ইলন মাস্ক!


ভারতে ৪৮ ঘণ্টার সফরে ইলন মাস্ক

ভারত সফরে যাচ্ছেন বিশ্বের অন্যতম প্রযুক্তি ব্যক্তিত্ব ইলন মাস্ক। নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। ভারতে স্টারলিঙ্ক বিষয়ক কোনো ঘোষণা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা করছেন।

সফরে টেসলা নিয়ে বড় ঘোষণা দিতে পারেন ইলন। স্টারলিঙ্ক ইন্টারনেট যদি ভারতে প্রবেশ করে, তাহলে চাপে পড়তে পারেন মুকেশ আম্বানি।

ভারতে ৪৮ ঘণ্টার সফরসূচিতে থাকবেন ইলন। তাঁর সফরে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

পরিকল্পনায় থাকছে দুটি পরিষেবা টেসলা ও স্টারলিঙ্ক, যার মধ্যে স্টারলিঙ্ক নিয়ে আগেও কথা উঠেছিল। বৈশ্বিক বাজারে প্রযুক্তিকেন্দ্রিক পরিষেবা দিয়ে থাকে ইলন মাস্কের প্রতিষ্ঠান। ভারতে স্টারলিঙ্ক চালু হবে কিনা, তা নিয়ে বহু মহলে চলছে বিতর্ক আর তুমুল আলোচনা।

খবরে প্রকাশ, ইলন মাস্ক ২১ ও ২২ এপ্রিল ভারত সফর করবেন। সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইলন মাস্কের দ্বিপক্ষীয় আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য

গত ১০ এপ্রিল এক্স প্ল্যাটফর্মে মোদির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন ইলন মাস্ক। নিজেই পোস্ট করে জানান, ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের অপেক্ষায় আছি। জানা গেছে, ভারতে ২০০ থেকে ৩০০ কোটি রুপি বিনিয়োগ করবেন তিনি।

ভারতে টেসলা কমপক্ষে ৪১৮ কোটি রুপি বিনিয়োগ করতে পারে। ভারতে টেসলা কারখানা স্থাপন করবেন। ভারতে প্রতিষ্ঠিত কারখানায় নতুন ইভি নীতি মেনে টেসলা গাড়ি উৎপাদনের পরিকল্পনা করছেন ইলন। উদ্যোগের বিষয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা জানতে ইলন মাস্কের ভারত সফরের অপেক্ষায় থাকতে হবে।




আর্কাইভ