বাংলার-পৃথিবীঃ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই শুক্রবার শান্তি সমাবেশ করতে চায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, শুক্রবারের সমাবেশের জন্য রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু শুক্রবার পার্শ্ববর্তী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির অনুষ্ঠান রয়েছে। তাই পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার বিষয়ে এএসএফ আপত্তি জানিয়েছে।
বেলা সাড়ে ১২টায় আপত্তির বিষয়টি স্বেচ্ছাসেবক লীগের এই দুই নেতাকে মোবাইলে জানানোর পরে তারা মেলার মাঠের প্রস্তুতিকাজ বন্ধ করে দিয়েছেন। সেখানে সমাবেশের জন্য তৈরি মঞ্চ ও অন্যান্য প্রস্তুতি স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।
সাচ্চু ও বাবু জানান, নেতারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের জন্য যাচ্ছেন। তারা বলেন, ‘শান্তি সমাবেশের জন্য নির্ধারিত মাঠের এখনো যে অবস্থা তাতে তিন-চারদিনের আগে সমাবেশের জন্য মাঠটি প্রস্তুত করা সম্ভব ছিল না। এই কারণে শুক্রবার শান্তি সমাবেশ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পশ্চিম গেটে আয়োজন করতে চাইছি।’
বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।