ডেটা সেন্টার স্বীকৃতি শিল্প খাতে

প্রথম পাতা » ফিচার » ডেটা সেন্টার স্বীকৃতি শিল্প খাতে


ফাইল ছবি

হুয়াওয়ে বাংলাদেশ একাডেমির উদ্যোগে ডেটা সেন্টার খাতে বিশেষ অর্জনের সঙ্গে সহযোগীদের স্বীকৃতি দেওয়া হয়। ২০২৩ সালে তৈরি পোশাক ছাড়াও বেশ কিছু শিল্প খাতে মানোন্নত ডেটা সেন্টার প্রযুক্তি প্রয়োগ করেছে হুয়াওয়ে। শিল্পের বিশেষ প্রয়োজনে উদ্ভাবনী সমাধান প্রদানে দক্ষতা প্রদর্শনেও সক্ষম হয়েছে ব্র্যান্ডটি। যার মধ্যে আলোচিত উদ্যোগ হলো আকিজ সিরামিকসের জন্য লিথিয়াম ব্যাটারি সল্যুশন্সের ২ দশমিক ৮ মেগাওয়াট ইউপিএস স্থাপন।

আরেকটি উদ্যোগ ফিউশনমডিউল-৮০০ মডুলার ডেটা সেন্টার, যা স্বল্প স্থানে ব্যবহারের উপযোগী ডিজাইন ও ইন্টিগ্রেটেড পাওয়ার ও কুলিং সল্যুশন্স দেবে; যা ব্যবসার পরিবর্তনশীল চাহিদা মেটাতে বিশেষভাবে কার্যকর। ব্র্যান্ডটি বাংলাদেশে ডেটা সেন্টার শিল্পকে এগিয়ে নিতে সহযোগীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে। ব্র্যান্ডের সেরা সহযোগীদের প্রকল্পে ভূমিকা ও দক্ষতার জন্য পুরস্কৃত করা হয়।

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, বাংলাদেশ ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ পর্বে প্রদর্শিত উল্লেখযোগ্য সব অর্জন উদযাপন করেছি। ২০২৩ সালে প্রাপ্ত অর্জন সহযোগী ও গ্রাহকের বিশেষ চাহিদা পূরণ নিজেদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। উদ্ভাবন ও সহযোগিতার প্রতিশ্রুতিতে আমরা অবিচল। বাংলাদেশে ও দেশের বাইরেও ডেটা সেন্টার শিল্পকে এগিয়ে নিতে কাজ করে চলেছি।

স্টুডিও ইনোভেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, স্বীকৃতি অর্জন সম্মানের। শুধু নিজেদের অর্জনকে উদযাপন করা নয়, বরং হুয়াওয়ের সঙ্গে সহযোগিতার বিষয়টি উপস্থাপনেই এমন আয়োজন। ব্র্যান্ডটির তরফ থেকে সরবরাহ করা যুগান্তকারী সল্যুশন্স সাফল্যের সঙ্গে গ্রাহকের চাহিদা পূরণ ও ব্যবসা সম্প্রসারণে জরুরি। মূলত ডেটা ইন্ডাস্ট্রিতে আরও উদ্ভাবন আনতে ভবিষ্যতে হুয়াওয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করব।

ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের জন্য স্মার্টলি, এডজ কম্পিউটিং ও ব্রাঞ্চ আউটলেটের জন্য স্মার্ট স্মল ডেটা সেন্টার সল্যুশন্স ফিউশনমডিউল-৮০০, মিডিয়াম সাইজ ডেটা সেন্টার ও জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের জন্য মডুলার ইউপিএস সল্যুশন্স ইউপিএস৫০০০-ই প্রযুক্তির ডেটা সেন্টার সল্যুশন্স দিচ্ছে ব্র্যান্ডটি।




আর্কাইভ