অন্তঃসত্ত্বা মায়ের হৃদরোগ

প্রথম পাতা » ফিচার » অন্তঃসত্ত্বা মায়ের হৃদরোগ


ফাইল ছবি

আপনার যদি ইতোমধ্যে কোনো হার্টের অসুখ চিহ্নিত হয়ে থাকে এবং আপনি যদি গর্ভধারণ করতে চান, তাহলে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এমনকি আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন, তাহলে আপনার প্রেগন্যান্সি প্ল্যানের আগে একবার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিয়ে নিন।

জন্মগত হৃদরোগের আছে রকমফের। কোনো কোনো জন্মগত হৃদরোগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সতর্কতার সঙ্গে গর্ভধারণ এবং গর্ভাবস্থা পার করলে নিরাপদ মাতৃত্ব সম্ভব। আবার কোনো কোনো জন্মগত হৃদরোগের অবস্থা বিবেচনায় চিকিৎসক হয়তো গর্ভধারণ নিষেধই করবেন। বাতজ্বরের প্রকোপ আমাদের দেশে অনেক বেশি। বাতজ্বর কিন্তু হার্টেরই অসুখ। বাতজ্বর যদি সময়মতো শনাক্ত না হয় বা চিকিৎসা না করা হয়, তাহলে পরবর্তী সময়ে হার্টের ভাল্বের অসুখ হতে পারে। অনেক সময় ভাল্বের এসব অসুখ গর্ভাবস্থায় প্রথম ধরা পড়ে। হার্টের ভাল্বেরও নানা রকম অসুখ হয়। যারা এমন হৃদরোগে ভুগছেন, তারা গর্ভধারণের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

অনেকে উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। তাদের অবশ্যই গর্ভকালীন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। যাদের হার্ট অ্যাটাক বা অন্য কোনো ইসকেমিক হার্ট ডিজিজের ইতিহাস আছে, তাদেরও হার্টের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে গর্ভধারণের আগে বিশেষ প্রস্তুতি নেওয়া উচিত। অনেকে হৃদরোগের জন্য নিয়মিত ওষুধ ব্যবহার করেন। অনেক ওষুধ গর্ভের শিশুর জন্য খুব ক্ষতিকর। তাই ওষুধপত্র নির্ধারণ ও গর্ভ-পূর্ব বিশেষ পরিকল্পনা জরুরি।

অনেক সময় সুস্থ-সবল হার্টও গর্ভাবস্থার অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে রোগাক্রান্ত হয়ে পড়ে। তার মধ্যে উচ্চ রক্তচাপ খুব কমন। এ সময় ঠিকমতো রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে শরীরে পানি জমে প্রি-একলাম্পশিয়া বা গর্ভকালীন খিঁচুনি তথা একলাম্পশিয়ার মতো ভয়াবহ জটিলতা দেখা দিতে পারে।
কার্ডিওমায়োপ্যাথি নামের হৃদরোগের জন্ম হতে পারে গর্ভাবস্থায়। গর্ভের শেষ মাস থেকে শুরু করে ডেলিভারির পর প্রায় পাঁচ মাস পর্যন্ত এ ধরনের হৃদরোগের ঝুঁকি থাকে। এসব হৃদরোগ হলে হার্টের আকার বড় হয়ে যায় এবং শ্বাসকষ্টসহ শরীর ফুলে গিয়ে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। এ ছাড়া শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকিসহ নানা ধরনের হার্টের অ্যারিদমিয়াও গর্ভাবস্থায় দেখা যেতে পারে।
পরামর্শ : সুস্থ মা ও সুস্থ শিশু একটি সুস্থ জাতি গঠনে অপরিহার্য। একজন সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য চাই একটা সুস্থ হার্ট। তাই জটিলতাবিহীন গর্ভাবস্থা পার করতে অবশ্যই জানুন আপনার হার্ট সুস্থ আছে কিনা। যাতে সুস্থ শিশু জন্ম দিতে পারেন, তার যথাযথ ব্যবস্থা নিতে হবে।
লেখক: হৃদরোগ বিশেষজ্ঞ




আর্কাইভ