স্মার্ট টিভিতে টফি ওটিটি কনটেন্ট

প্রথম পাতা » ফিচার » স্মার্ট টিভিতে টফি ওটিটি কনটেন্ট


 ফাইল ছবি

বাংলাদেশের স্যামসাং অ্যাপ স্টোরে টফি অ্যাপ যুক্ত করেছে টিভি ব্র্যান্ড স্যামসাং। বাংলাদেশের স্যামসাং টিভি গ্রাহকরা এখন থেকে তাদের টিভিতে টফি অ্যাপ ডাউনলোড করে অ্যাপের সব কনটেন্ট দেখতে পারবেন।

স্যামসাং টিভিতে সুরক্ষিত টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার করে। নক্স প্ল্যাটফর্ম সুরক্ষিত এ অপারেটিং সিস্টেম ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় মাল্টিলেয়ারে নিরাপত্তা দিয়ে থাকে। যার মাধ্যমে স্যামসাং অ্যাপ স্টোর গ্রাহকরা তথ্যের সুরক্ষা নিশ্চিতে বেশ কিছু অ্যাপ ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন। ব্র্যান্ডের টিভি গ্রাহকরা এখন সুরক্ষিত প্ল্যাটফর্মে টফির কনটেন্ট দেখতে পারবেন।

টফি দেশের সুপরিচিত ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম; যেখানে বহু টিভি চ্যানেল পাওয়া যায়। সঙ্গে আছে ভিডিও কনটেন্ট, যেমন– এক্সক্লুসিভ ভিডিও ও টেলিফিল্ম।

মানিটাইজেশন ফিচারসংবলিত ইউজার জেনারেটেড কনটেন্টের (ইউজিসি) ক্ষেত্রে যা দেশের ক্রিয়েটরস প্ল্যাটফর্ম। এসব ফিচার ব্যবহার করা যেমন সহজ, তেমনি নিয়মিত দ্রুততার সঙ্গে ফিচার ব্যবহার করা যায়।

টিভি চ্যানেলে সমৃদ্ধ টফি; যার ভেতরে ১২০টির বেশি টিভি চ্যানেল আছে। টফি অ্যাপের মাধ্যমে স্যামসাং টিভি ব্যবহারকারীরা শুধু টিভি চ্যানেল দেখতে পারবেন। নতুন এ উদ্যোগের ফলে সুরক্ষিত অ্যাপে বৈশ্বিকভাবে ১৮ বছর ধরে টিভির মানোন্নত ছবির টিভি চ্যানেল দেখার সুবিধা পাবেন ব্র্যান্ডটির টিভি ব্যবহারকারীরা।




আর্কাইভ