বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ইউনিফাইড (একীভূত) লাইসেন্স পেয়েছে ডিজিটাল সেবাদাতা ব্র্যান্ড বাংলালিংক। লাইসেন্স থেকে প্রাপ্ত সুবিধার ফলে বাংলালিংক ব্র্যান্ডের জন্য মানোন্নত সংযোগ ও গ্রাহকসেবার মান বাড়বে।
একীভূত লাইসেন্স সুবিধা বর্তমানে প্রচলিত টু-জি, থ্রি-জি, ফোর-জিসহ ভবিষ্যতের সব প্রযুক্তিগত সেবাপ্রদানে লাইসেন্সকে একত্রীকরণ করেছে। বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ নিজে বাংলালিংক ব্র্যান্ডের সিইও এরিক অস-এর কাছে একীভূত লাইসেন্স হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে বিটিআরসি ও বাংলালিংক-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইস্যকৃত লাইসেন্স সংযোগ বৃদ্ধি ও টেলিযোগাযোগ সেবা প্রদানের পথকে মসৃণ করবে। মূলত অ্যাকটিভ শেয়ারিং, ডাটা রিটেনশনের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা, অডিট চলাকালীন সময়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ ছাড়াও প্রয়োজনীয় ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করেছে। ফলে উন্নত প্রযুক্তিগত সেবাপ্রদান সহজ হবে। যা উদ্ভাবনী সেবার মান বাড়িয়ে বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে সহায়ক হবে।
বাংলালিংক সিইও এরিক অস বলেন, সারাদেশে উদ্ভাবনী ডিজিটাল সেবা বিস্তৃতির পথে উদ্যোগটি গুরুত্বপূর্ণ সাফল্য। গৃহিত পদক্ষেপটি বাংলালিংক গ্রাহকের পরিবর্তিত চাহিদা অনুযায়ী ডিজিটাল সেবা প্রদানের পথ সুগত করেছে।
বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লু বলেন, উচ্চ মানসম্মত গ্রাহকসেবার প্রতিশ্রুতি পূরণে একীভূত লাইসেন্স সুবিধাটি সময়োপযোগী প্রাপ্তি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলালিংকে সহযোগিতা করার জন্য বিটিআরসিকে ধন্যবাদ।
বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলালিংক অপারেটরকে একীভূত লাইসেন্স দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে টেলিকম খাতকে সংযুক্ত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলাম। করপোরেট গভর্ন্যান্সের মান বজায় রেখে ডিজিটালি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে বাংলালিংকের প্রচেষ্ঠাকে সাধুবাদ।