সিডস ফর দ্য ফিউচার

প্রথম পাতা » ফিচার » সিডস ফর দ্য ফিউচার


সিডস ফর দ্য ফিউচার

‘সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন ঘোষণা করেছে হুয়াওয়ে। স্নাতক তৃতীয় বর্ষ বা তদূর্ধ্ব শিক্ষার্থীরা সিভি পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সারাদেশের শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই আইসিটি অবকাঠামো গড়ে তুলতে প্রতিবছর প্রতিযোগিতার আয়োজন করে উদ্যোক্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ। হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের সভাপতি ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেংয়ের স্বাগত বক্তব্য দেন।

পুরস্কার হিসেবে বাংলাদেশ রাউন্ডের চ্যাম্পিয়ন পাবেন মেটবুক, প্রথম রানারআপ পাবেন প্যাড ও দ্বিতীয় রানারআপ পাবেন স্মার্টওয়াচ। তা ছাড়া এশিয়া প্যাসিফিক রাউন্ডের সেরা দুটি প্রকল্প দলের সদস্যরা পাবেন চীন ভ্রমণের সুযোগ। ন্যূনতম সিজিপিএ ৩.৩০ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরাই শুধু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের ২০ মার্চের মধ্যে sftfbd@huawei.com ঠিকানায় সিভি মেইল করতে হবে। বাংলাদেশে ২০১৪ সালে শুরু হওয়ার পর থেকে ‘সিডস ফর দ্য ফিউচার’ দেশের প্রযুক্তিমনা তারুণ্যকে উৎসাহ দিয়ে আসছে। ইতোমধ্যে সারাবিশ্বের ১৫ হাজার শিক্ষার্থী উদ্যোগ থেকে উপকৃত হয়েছে। মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, চীন ও হুয়াওয়ে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে সহায়তা করে আসছে। তরুণ প্রজন্ম এমন সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ জাতি হিসেবে সমৃদ্ধ হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন বলেন, সিডস ফর দ্য ফিউচার সারাবিশ্বে হুয়াওয়ের জনপ্রিয় ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। যার লক্ষ্য সামাজিক দায়বদ্ধতা পূরণে বাংলাদেশের আইসিটি খাতে তরুণদের সুপ্রশিক্ষিত করা। তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা; বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম বিনিময় করবে এবং দেশের সেবায় সুদক্ষ হবে।




আর্কাইভ