বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে।
৮ মে (২০২৪-২৬) মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ভোটার হতে সদস্যদের বকেয়াসহ বার্ষিক সদস্য ফি পরিশোধ করতে হবে। ১০ মার্চের মধ্যে যে সদস্যরা চাঁদা পরিশোধ করবেন, শুধু তারাই নির্বাচনে ভোট দিতে পারবেন। জানা গেছে, নির্বাচনে এবার সম্ভাব্য তিনটি প্যানেল অংশ নিতে পারে। ২৩ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে ২৭ মার্চ।
সংগঠনের নির্বাচন কমিশন আগামী ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। কমিশনে বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইএম নূরুল কবির।
সদস্য হিসেবে থাকছেন সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী।
সবশেষ ২০২১ সালের ২৭ ডিসেম্বর সংগঠনের ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ১১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ প্রার্থী।