মেসি ইন্টার মিয়ামির অধিনায়ক

প্রথম পাতা » খেলা » মেসি ইন্টার মিয়ামির অধিনায়ক


মেসি

বাংলার পৃথিবী স্পোর্টস ডেস্কঃ ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে পছন্দের ‘১০ নম্বর’ জার্সি ফিরে পেয়েছেন লিওনেল মেসি। এবার এমএলএস ক্লাবটির নেতৃত্ব পেলেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসিকে আনুষ্ঠানিকভাবে মিয়ামির অধিনায়ক ঘোষণা করেছেন কোচ টাটা মার্টিনো।

গত ২২শে জুলাই লীগ কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হয় লিওনেল মেসির। সেই ম্যাচে ৫৪তম মিনিটে বদলি হিসেবে নামেন আর্জেন্টাইন সুপারস্টার। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি কিকে মিয়ামিকে জয় এনে দেয়া মেসি সেদিন ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরেই নৈপুণ্য ছড়ান। মার্কিনী দৈনিক সিবিএস স্পোর্টস জানিয়েছে, পরের ম্যাচ থেকেই ইন্টার মিয়ামির অধিনায়ক হিসেবে খেলবেন মেসি। এ ব্যাপারে মিয়ামি কোচ টাটা মার্টিনো বলেন, ‘সেদিন বদলি হিসেবে নামার সময় সে অধিনায়ক ছিল। হ্যাঁ, সামনে সেই অধিনায়ক থাকবে।’ আগামীকাল ভোরে লীগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।

ইন্টার মিয়ামির আগের অধিনায়ক ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগোরি। পায়ের চোটে মাঠের বাইরে রয়েছেন তিনি। গ্রেগোরির অবর্তমানে ইন্টার মিয়ামির অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন দলটির মার্কিনী ডিফেন্ডার ডেআন্দ্রে ইয়েডলিনের বাহুতে।

দীর্ঘ দুই বছর পর ক্লাবের নেতৃত্ব ফিরে পেলেন লিওনেল মেসি।

পিএসজিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনহোসের নেতৃত্বে খেলেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর গত মৌসুমের শেষাংশে কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক বানায় পিএসজি। প্যারিসে যাওয়ার আগে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার অধিনায়ক ছিলেন মেসি। আর ২০১১ সাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে আছেন সাতটি ব্যালন ডি’অরের মালিক।




আর্কাইভ