বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দেয় মঙ্গলবার রাতে। প্রায় দেড় ঘণ্টা নিষ্ক্রিয় ছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার পর থেকে সাড়ে ১০টার পর্যন্ত নিষ্ক্রিয় ছিল সামাজিক মাধ্যমটি। কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা অ্যাকাউন্টে লগ-ইন করতে পারছিলেন না। এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় হইচই। ব্যবহারকারীরা যখন নিজের আইডি ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে শুরু হয় কথার যুদ্ধ।
এ বিষয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ রাত ৯টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের হ্যান্ডেলে লিখেছেন, ‘চিল গাইস, কয়েক মিনিট অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে।’
ব্যবহারকারীদের আশ্বস্ত করে এক্সে আরেকটি পোস্ট করেন মেটার কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ডি স্টোন। তিনি লেখেন, ‘আমাদের সেবাগুলো ব্যবহার করতে মানুষের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়ে আমরা অবগত। আমরা এ নিয়ে কাজ করছি।’
এর কিছু সময় পর ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে মেটাকে খোঁচা দিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। ব্যঙ্গাত্মক একটি পোস্ট দিয়েছেন। ইলন মাস্কের পোস্ট করা ছবিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসকে মাথায় হাত দিয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এক্সকে।
এর ২৬ মিনিট পর এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ককে খোঁচা দিয়ে জাকারবার্গ পাল্টা পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘ফেসবুক ইনস্টাগ্রামসহ মেটার অ্যাপগুলো আবার ফেরত আসলে অনেক ব্যবহারকারীই আর টুইটারে থাকবে না, যা দেখে ইলন মাস্ক অবাকই হবেন।’